Nokia 6 স্মার্টফোনটি আজ আপনার হতে পারে

HIGHLIGHTS

আজ দুপুর 12টায় Nokia 6 অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি অ্যামাজনে সেলের জন্য পাওয়া যাবে। শুধু রেজিস্টার্ড সদস্যই Nokia 6এর এই সেলে অংশগ্রহন করতে পারবে

Nokia 6 স্মার্টফোনটি আজ আপনার হতে পারে

Nokia 6 অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি আজ ভারতে প্রথমবার সেলের জন্য পাওয়া যাবে। Nokia 6 আজ অনলাইন শপিং ওয়েবসাইট Amazon এ সেলের জন্য পাওয়া যাবে। এই সেল দুপুর 12 টায় শুরু হবে। এই সেলে শুধু তারাই অংশগ্রহণ করতে পারবে যারা এর জন্য যারা রেজিস্ট্রেশান করেছে তারাই এতে অংশ গ্রহন করতে পারবে। এই স্মার্টফোনটির দাম Rs 14,999 হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আমেজান থেকে 14,999 টাকায় কিনুন Nokia 6 (Silver, 32GB)

Nokia 6 স্মার্টফোনের ফিচার্স একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD 2.5D ডিসপ্লে আছে। যা কর্নিং গোরিলা গ্লাস যুক্ত। ফোনটি আনলক করার জন্য এতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.0 তে কাজ করে। কোম্পানি একে শক্তিশালী করার জন্য স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার দিয়েছে। এই ফোনটির র‍্যাম 3GB র‍্যাম আছে এর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 32GB’র। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই স্মার্টফোনের ব্যাটারি 3000mAh এর।

Nokia 6 স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে, আর এর ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সালের। এই ফোনটিতে দুটি ক্যামেরাতেই f/2.0 অ্যাপার্চার আছে। এই হ্যান্ডসেটটিতে কানেক্টিভিটির জন্য USB 2.0 পোর্ট, ফ্রন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ডুয়াল স্টিরিও স্পিকার্স আর ডল্বি এটমস অডিও এনহেন্সমেন্ট আছে।

এর সঙ্গে অনলাইন ওয়েবসাইট Amazon বেশ কিছু অফার দিচ্ছে। Amazon তাদের প্রাইম মেম্বারদের Amazon Pay বেলেন্সের ব্যবহার করার ক্ষেত্রে Rs 1,000’র ক্যাশব্যাক অফার করছে। এছাড়া Nokia 6 এর গ্রাহকরা কিন্ডলে অ্যাপে 80% এর ছাড় পাবে। যাতে কিন্ডলে ই-বুকে Rs 300 সুবিধা পাওয়া যাবে। MakeMyTrip, Nokia 6 স্মার্টফোনের গ্রাহকদের Rs 2,500 (Rs 1,800 হোটেল আর Rs 700 ফ্লাইটে) ছাড় দিচ্ছে, আর শেষ অফারে Vodafone পাঁচ মাসের জন্য 45GB’র এক্সট্রা 4G ডাটা আর পাঁচ মাস অব্দি প্রতি 1GB রিচার্জে 9GB ডাটা অ্যাড হতে থাকবে।

আমেজান থেকে 14,999 টাকায় কিনুন Nokia 6 (Silver, 32GB)

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo