আজকে প্রথমবার ফ্লিপকার্টে Nokia 5.1 Plus স্মার্টফোনের সেল হবে

HIGHLIGHTS

Nokia 5.1 Plus স্মার্টফোনটি অনলাইনে আজকে ফ্লিপকার্টে দুপুর 2টোর সময়ে প্রথম সেল হবে

আজকে প্রথমবার ফ্লিপকার্টে Nokia 5.1 Plus স্মার্টফোনের সেল হবে

গত মাসে HMD গ্লোবাল তাদের Nokia 5.1 Plus স্মার্টফোনটি লঞ্চ করেছিল। আর এই সময়ে এই ফোনের দাম আর সেলের বিষয়ে কিছু জানা যায়নি। আর সম্প্রতি জানা গেছিল যে Nokia 5.1 Plus স্মার্টফোনটির সেল ফ্লিপকার্টে 24 সেপ্টেম্বর করা হবে। আর আজকে এই ফোনটির দাম জানতে আর এটি কিনতে দুপুর 2 টো পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Nokia 5.1 Plus ফোনটি বাজেট স্মার্টফোন হিসাবে আসবে আর এটির সম্ভাব্য দাম 15,000 টাকা বলা হয়েছে। আজকের এই সেলে নোকিয়ার আরও কিছু স্মার্টফোনও আসবে। এগুলি হল Nokia 2.1, Nokia 3.1, Nokia 5.1 আর Nokia 6.1 Plus। আর এই স্মার্টফোনেও নচ ডিসপ্লে আছে।

Nokia 5.1 Plus য়ের স্পেসিফিকেশান

Nokia 5.1 Plus স্মার্টফোনটির ডিজাইনে Nokia 6.1 Plus য়ের মতনই, আর এই ডিভাইসে নচ ডিসপ্লে গ্লাস ডিজাইন আর রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এই ডিভাইসে 5.86 ইঞ্চির একটি HD+ (720×1520) পিক্সালের ডিসপ্লে আছে। আর এই ডিভাইসের টপে 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9 রাখা হয়েছে। এই ফোনে অক্টা-কোর 2.0GHz হেলিও P60 চিপসেট, 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে।

Nokia 5.1 Plus স্মার্টফোনের ব্যাকে একটি 13MP আর 5MP র ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। আর এর ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে। আর এটি 3,060mAh য়ের ব্যাটারি যুক্ত ফোন যা অ্যান্ড্রয়েড 8.1 ওরিওতে চলে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo