আরও একবার দাম কমল NOKIA 4.2 আর NOKIA 3.2 ফোন দুটির

আরও একবার দাম কমল NOKIA 4.2 আর NOKIA 3.2 ফোন দুটির
HIGHLIGHTS

Nokia 4.2 আর Nokia 3.2 ফোন দুটির দাম আবার কমেছে

এই ফোন দুটি মাত্র মাস চারেক আগেই এসেছে

Nokia 3.2 আর Nokia 4.2 ফোন দুটি এই বছরের প্রথম দিকে লঞ্চ করেছিল আর ফোন দুটির দাম প্রথমবার জুন মাসে কমে, আর এখন আরও একবার এদের দাম কমেছে। আর এই ফোন গুলি বাজারে মাস চারেক আগে এসেছে। নতুন ফোনের দাম ভারতে নোকিয়ার ওয়েবসাইটে দেখা গেছে এই দামে ফোন গুলি দোকানেও পাওয়া যাওয়ার কথা।

Nokia 3.2 ফোনটি 2019 সালের মে মাসে লঞ্চ করা হয়, তখন এর দাম ছিল 8,990 টাকা 2GB র‍্যাম আর 16GB স্টোরেজের আর এই ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের দাম ছিল 10,790 টাকা। আর এই ফোনে আছে 6.2 ইঞ্চির TFT :CD ডিসপ্লে আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 429 SoC যুক্ত। 3GB র‍্যাম ভেরিয়েন্টের ফোনটির দামেখন 8999 টাকা হয়েছে। আর এই ফোনের 2GB র‍্যাম ভেরিয়েন্টের দাম এখন 8,490 টাকা থেকে কমে 7,999 টাকা হয়েছে।

আর Nokia 4.2 ফোনটিতে একটি 5.7 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 SoC দেওয়া হয়েছে। আর এই ফোনে আছে 3GB র‍্যাম আর ফোনের 13MP আর 2MP র ডুয়াল ক্যামেরা আছে। আর এর সঙ্গে এই ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা এখন 10,490 টাকার বদলে 9,499 টাকায় কিনতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo