NOKIA 3.1 A আর NOKIA 3.1 C ফোন দুটি অ্যান্ড্রয়েড পাইয়ের সঙ্গে লঞ্চ হল

NOKIA 3.1 A আর NOKIA 3.1 C ফোন দুটি অ্যান্ড্রয়েড পাইয়ের সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

Nokia 3.1 A লঞ্চ হয়েছে

লঞ্চ হয়েছে Nokia 3.1 C ফোনটিও লঞ্চ হয়েছে

দুটি ফোনই অ্যান্ড্রয়েড পাই যুক্ত ফোন

আবার HMD গ্লোবাল Nokia 3.1A আর Nokia 3.1 C নামের দুটি নোকিয়া ফোন লঞ্চ কেরেছে। এই ফোন দুটি 5.45 ইঞ্চির HD স্ক্রিন যুক্ত আর এতে স্ন্যাপড্র্যাগন 429 চিপসেট আছে। আর এই ফোন দুটি অ্যান্ড্রয়েড পাইয়ের ফোন। এই দুটি ফোন বাজেট স্মার্টফোন হিসাবে লঞ্চ হয়েছে।

এই দুটি ফোনে 8MP র রেয়ার ক্যামেরা ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে আর এছাড়া এই ফোনে 5MP র ফ্রন্ট ক্যামেরা আছে। স্মার্টফোন দুটিতে পলিকার্বোনেট বডি আছে আর এতে আপনারা 2900mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনে আপনারা USB Type C পাবেন।

দুটি নোকিয়া ফোন আলাদা কালারে এসেছে। Nokia 3.1A ফোনটি আপনারা ব্ল্যাক কালারে কিনতে পারবেন আর এর সঙ্গে এই ফোনটি ওয়ালমার্ট স্টোর্স থেকে আজ মানে 10 জুন থেকে কেনা যাবে।

আর এবার যদি আমরা Nokia 3.1C ফোনটি দেখি তবে এই ফোনটিতে আপনারা সাদা রঙ্গের ফোন পাবেন আর এই ফোনটি ক্রিকেট ওয়ারলেস লোকেশান আর অনলাইন স্টোর্সের মাধ্যমে 14 জুন কিনতে পারবেন। আর এই ফোন দুটির দাম এখনও জানা জায়নি ফোন দুটি বিক্রি শুরু হলেই এদের দাম জানা যাবে।   

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo