HIGHLIGHTS
সম্প্রতি কোম্পানি ভারতে তাদের ফিচার ফোন Nokia 3310 কে Rs. 3310 তে লঞ্চ করেছে
HMD গ্লোবাল সম্প্রতি ভারতে তাদের বহুপ্রতীক্ষিত ফিচার ফোন Nokia 3310 লঞ্চ করেছে। এবার খবর পাওয়া গেছে যে কোম্পানি Nokia 3, 5 আর 6 অ্যান্ড্রয়েড স্মার্টফোন কে জুন মাসে আন্তর্জাতিক ভাবে লঞ্চ করবে।
Surveyএই খবর নোকিয়া নিজে তাদের টুইটার অ্যাকাউন্টে একটি প্রশ্নের উত্তরে দিয়েছে। টুইটারে একজন ইউজার জিজ্ঞেস করে যে ভারতে Nokia 6 কবে লঞ্চ হবে, তখন সেই প্রশ্নের উত্তরে কোম্পানি জানায় যে জুন এই ফোনটিকে নিয়ে আসা হবে। তবে এই ফোনটি ভারতে কবে লঞ্চ করা হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগে খবর পাওয়া গেছিল যে Nokia তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন 2017 সালের দ্বিতীয় ভাগে নিয়ে আসবে।
আরও দেখুনঃ Panasonic Eluga I3 Mega 5.5 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে অনলাইনে দেখা গেছে
সম্প্রতি পাওয়া NPU এর রিপোর্টটি দেখলে দেখা যাবে যে তাতে বলা হয়েছে যে, Nokia 3, 5 আর 6 ভারতে 15 জুন আসবে। আসা করা যায় যে সবার আগে Nokia 3 ভারতে আসবে। এর পরে Nokia 5 আর Nokia 6 বাজারে আসবে।
আরও দেখুনঃ Nokia 9 এ 8GB র্যাম থাকবে
আরও দেখুনঃ Asus ZenPad 3S 8.0 অ্যান্ড্রয়েড নৌগাট আর 4680mAh এর ব্যাটারির সঙ্গে এল