NOKIA 2.3 ফোনে 32GB স্টোরেজ থাকবে আর এই ফোনের লঞ্চ ডেট

NOKIA 2.3 ফোনে 32GB স্টোরেজ থাকবে আর এই ফোনের লঞ্চ ডেট
HIGHLIGHTS

ফোনের দাম হতে পারে €93.99 (7,500 টাকা)

Nokia 2.3 ফোনটি তাড়াতাড়ি লঞ্চ হবে

HMD Global 5 ডিসেম্বর নতুন নোকিয়া ফোন লঞ্চ করবে আর এই ফোনগুলি  Nokia 8.2, Nokia 5.2 আর Nokia 2.3 ফোন হতে পারে। আর লঞ্চের আগে Nokia 2.3 ফোনটি অনলাইনে দেখা গেছে। আর এই এন্ট্রি লেভেল স্মার্টফোন প্রথম লিকে দেখা গেছে আর এই ডিভাইসটি  Nokia 2.2 র থেকে কিছু পরিবর্তন করা হবে আর এই ডিভাইসে অ্যান্ড্রয়েড গো প্রোগামের অংশ হবে। আর লিস্ট থেকে এই ডীভাসিএর স্টোরেজের বিষয়ে জানা গেছে।

Nokiapoweruser অনুসারে এই নতুন বাজেট ফোনে 2GB র‍্যাম আর 32GB স্টোরেজ থাকবে। আর লিস্টিং থেকে জানা গেছে এই ফোনের দাম €93.99 ( প্রায় 7,500 টাকা) হবে। আর আশা করা হচ্ছে যে  Nokia 2.3র দাম €99 দামে আসবে। আর এই ফোনে 6.1 ইঞ্চির HD+ আর 3,920mAh ব্যাটারি থাকবে।

এর আগের লিক অনুসারে Nokia 2.3 ফোনে ব্লুটুথ 2.3 আর 5.0 সাপোর্ট থাকবে।আ র এই Nokia 7.2 ফোনের মতন ডিজাইন অ্যালেমেন্ট করা হতে পারে আর এই ফোনে চারকোল, সিয়ান গ্রিন আর স্যান্ড কালারে আসবে। আর এই ফোনটি কোয়াড কোর মিডিয়াটেক হেলিও A22 SoC চিপসেট থাকে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আছে। আর Nokia 2.3 পলিকার্বোনেট মেটিরিইয়ালের সঙ্গে আসবে আর ডেডিকেটেড গুগল অ্যাসিস্টেন্স বাটন থাকবে।

Nokia 2.3 ফোনে 13 মেগাপিক্সালের মেন ক্যামেরা থাকবে আর এই ফোনে এর সঙ্গে ফ্রন্টে একটি 5 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা দেওয়া হবে। আর HMD Global গত বছর 5 ডিসেম্বর তাদের Nokia 8.1 ফোনটি লঞ্চ করেছিল আর এই বার এই দিনে এই ফোনের পরের জেনারেশানের ফোন  Nokia 8.2  লঞ্চ করা হতে পারে। আর মনে করা হচ্ছে যে Nokia 5.2 আর Nokia 2.3 ও এই দিনে লঞ্চ করা হবে।

Digit.in
Logo
Digit.in
Logo