NOKIA 2.3 লঞ্চ হয়েছে , ফোনে আছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্টেন্স ও আরও অনেক কিছু

NOKIA 2.3 লঞ্চ হয়েছে , ফোনে আছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্টেন্স ও আরও অনেক কিছু
HIGHLIGHTS

Nokia 2.3 লঞ্চ হয়েছে

ফোনটি ভারতেও আসতে পারে

ফোনের দাম EUR 109 (প্রায় 8,600 টাকা)

Nokia 2.3  ফোনটি লঞ্চ হয়েছে আর এই ফোনটি কে HMD Global একটি বাজেট ফোন হিসাবে লঞ্চ ক্রফেছে। এই Nokia 2.3 ফোনের ক্যামেরা আর এন্টারটেনমেন্ট ফোকাস স্মার্টফোন হিসাবে এসেছে আর এটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর ফোন। আর এই ফোনে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্টেন্স বটন, ডুয়াল ক্যামেরা সেটআপ, লার্জ ডিসপ্লে আর দুদিনের ব্যাটারি লাইফ আছে।

Nokia 2.3 ফোনটি EUR 109 (প্রায় 8,600 টাকায়) লঞ্চ করা হয়েছে আর ভারতে এই ডিভাইসটি প্রায় এই দামে লঞ্চ করা হতে পারে। আর এই ফোনটি ডিসেম্বর মাসের মধ্যে শিপ করা হবে। আর এটি ভারতে লঞ্চ করা হবে আর এই ডিভাইসটি চারকোল সিয়ান গ্রিন আর স্যান্ড কালারে লঞ্চ করা হতে পারে।

Nokia 2.3 র স্পেসিফিকেশান

ডুয়াল সিম সাপোর্ট যুক্ত Nokia 2.3 অ্যান্ড্রয়েড 9 যুক্ত। আর এই ফোনটিতে 6.2 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজিলিউশান 720X1520 পিক্সালের আর এর অ্যাস্পেক্ট 19:9। আর এই ডিভাইসে কোয়াড কোর মিডিয়াটেক হেলিও  A22 SoC আছে। আর এই ফোনটি 2GB র‍্যামের সঙ্গে এসেছে।

 Nokia 2.3 ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন যা একটি 13MP র প্রাইমারি ক্যামেরা যুক্ত হবে। আর এর অ্যাপার্চার f/2.2 আর দ্বিতীয় ক্যামেরা 2MP র ডেপথ সেন্সার আর পোট্রেড মোড মাল্টিপেল বোখে এফেক্ট ডেলিভারি করা হয়েছে। আর রেয়ার ক্যামেরা সেটআপে এটি একটি LED ফ্ল্যাশ মডিউলার।  Nokia 2.3র ফ্রন্টে 5MP র ক্যামেরা থাকবে যা  f/2.4 অ্যাপার্চারের সঙ্গে আসবে।

আর এই ডিভাইসে 32GB র স্টোরেজ আছে আর এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে আপনারা 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ v5.0, GPS/ A-GPS, মাইক্রো USB (v2.0) আর 3.5mm হেডফোন জ্যাক পাবেন। আর এই ফোনে আপনারা একটি 4000mAh য়ের ব্যাটারি পাবেন যা 5W চার্জ সাপোর্ট করে। আর ডেডিকেটেড গুগল অ্যাসিস্টেন্স ছাড়া HMD Global  বলেছে যে Nokia 2.3 ফোনটি ডিউরেবেল পলিমার বডির সঙ্গে এসেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo