ভারতের সব থেকে সস্তার অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন NOKIA 2.2 এসে গেল, দাম মাত্র 6,999 টাকা

ভারতের সব থেকে সস্তার অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন NOKIA 2.2 এসে গেল, দাম মাত্র 6,999 টাকা
HIGHLIGHTS

নোকিয়া 2.2 তে রেগুলার ভার্সানের অ্যান্ড্রয়েড 9 পাই আছে

এর সঙ্গে এই ফোনে মিডিয়াটেক হেলিও A22 SoC আছে আর ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে

ফোনটির প্রাথমিক দাম 6,999 টাকা

ভারতে আরও একটি নোকিয়া ফোন এসেছে। এই ফোনটির নাম Nokia 2.2 আর এই ফোনটি একটি অ্যান্ড্রয়েড ওয়ান ফোন। আর এই ফোনের প্রাথমিক দাম শুরু হচ্ছে 6,999 টাকা থেকে। ফোনটি এই সময়ে ভারতের সব থেকে সস্তার অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন।

Nokia 2.2 ফোনটির স্পেক্স

এর আগের Nokia 2.1 ফোনের সাফল্যের পরে এবার বাজেট সেগমেন্টে আরও একটি ফোন নিয়ে এল নোকিয়া। এই ফোনটিতে রিমুভেবেল পলিকার্বনেট শিল আছে আর এই ফোনটি তিনটি নতুন রঙে সেছে- ফরেস্ট গ্রিন, পিঙ্ক স্যান্ড আর আইস ব্লু। আর এর সঙ্গে এই ফোনে একটি ডেডিকেটেড গুগল অ্যাসিস্টেন্স বাটন দেওয়া হয়েছে।

 

মিডিয়াটেক হেলিও A22 SoC যুক্ত আর এই ফোনটি 2GB আর 3GB র‍্যামের সঙ্গে এসেছে আর ফোনের স্টোরেজ 16GB আর 32GB স্টোরেজ অপশান পাবেন আর এই ফোনে এর সঙ্গে একটি 3,000mAh য়ের ব্যাটারি যুক্ত। আর এই ব্যাটারিটি একটি রিমুভেবেল ব্যাটারি। আর এই ফোনে আপনারা 5.71 ইঞ্চির LCD প্যানেল পাবেন আর ফোনে একটি ওয়াটার ড্রপ নচও দেওয়া হয়েছে।

আর এবার যদি আমরা এই Nokia 2.2 ফোনটির ক্যামেরা দেখি তবে এই ফোনে একটি 13MP র ক্যামেরা আছে যা f/2.2 অ্যাপার্চারের। আর এর সঙ্গে ফোনের ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

Nokia 2.2 ফোনের দাম, অফার আর কবে কোথায় পাওয়া যাবে

এই Nokia 2.2 ফোনটি ভারতে 11 জুন থেকে কেনা আজবে। আর এই ফোনটির প্রি বুকিং এমনিতে শুরু হয়ে গেছে। আর এই ফোনটি ভারতে নোকিয়া ডট কম, ফ্লিপকার্ট আর বড় রিটেল শপ থেকে কেনা যাবে। এই Nokia 2.2 ফোনটির 2GB/16GB ভেরিয়েন্টের দাম 6,999 টাকা আর এই ফোনের 3GB/32GB ভেরিয়েন্টটির দাম 7,699 টাকা রাখা হয়েছে। আর এর সঙ্গে রিলায়েন্স জিও সাবস্ক্রাইবাররা এই ফোনকিনলে 2,200 টাকার ক্যাশব্যাক আর 100GB ডাটা অফার পাবেন। 

এর সঙ্গে ইন্সট্যান্ট ক্যাশব্যাকা ছে যা 44টি 50 টাকার কুপনে পাওয়া যাবে আর এই ফোনের এই কুপন মাই জিও অ্যাপে ব্যাবহার করা যাবে। আর প্রথম পাঁচজন প্রি বুকিং করা ব্যক্তি Nokia 2.2 ফোনটির সঙ্গে 100 শতাংস ক্যাশব্যাকের সুযোগ পাবেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo