মাত্র 3000 টাকার দামে Nokia নিয়ে এল লেটেস্ট ফিচার ফোন, জানুন ফিচার

মাত্র 3000 টাকার দামে Nokia নিয়ে এল লেটেস্ট ফিচার ফোন, জানুন ফিচার
HIGHLIGHTS

Nokia 110 4G এবং Nokia 105 4G ফোনটি সিঙ্গেল-সিম এবং ডুয়াল-সিম ভ্যারিয়্যান্টের সাথে চালু করা হয়েছে

HMD কোম্পানি মোবাইল বাজারে দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে যা 4G LTE কানেক্টিভিটির সাথে আসে

Nokia 110 4G ফোনে VGA ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে FM রেডিও এবং হ্যান্ডস ফ্রি মিউজিক প্লেব্যাক সাপোর্ট দেওয়া হয়েছে

HMD কোম্পানি মোবাইল বাজারে দুটি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে যা 4G LTE কানেক্টিভিটির সাথে আসে। Nokia 110 4G এবং Nokia 105 4G ফোনটি সিঙ্গেল-সিম এবং ডুয়াল-সিম ভ্যারিয়্যান্টের সাথে চালু করা হয়েছে। বলে দি যে Nokia 110 এবং Nokia 105  সংস্থা 2019 সালে লঞ্চ করা হয়েছিল তবে এতে 4G সাপোর্ট দেওয়া ছিল না। এই দুটি ফোনে 4G সাপোর্ট ছাড়া অন্য কোনও পরিবর্তন করা হয়নি। বর্তমানে সংস্থা এই ফোনের দাম সম্পর্কে কিছু বলেনি। 2019 সালে, Nokia 110 এবং Nokia 105 ফোনের দাম যথাক্রমে 20 ডলার এবং 15 ডলারে লঞ্চ করা হয়েছিল। ভারতীয় দাম অনুসারে এটি যথাক্রমে 1,400 টাকা এবং 1,100 টাকা রাখা হয়েছে। Nokia 110 4G এবং Nokia 105 4G ভারতে কবে পর্যন্ত লঞ্চ করা হবে, এই সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়েনি।

Nokia 110 4G এবং Nokia 105 4G এর অনুমানিত দাম:

সংস্থা তরফে এই ফোনের দাম সম্পর্কে কিছু জানানো হয়েনি। তবে একটি রিপোর্ট অনুসারে, Nokia 110 4G এর দাম EUR 39.90 অর্থাৎ প্রায় 3,600 টাকা এবং Nokia 105 4G ফোনের দাম EUR 34.90 অর্থাৎ প্রায় 3,100 টাকা হতে পারে। Nokia 110 4G ফোনটি ব্ল্যাক, ইয়েলো, অ্যাকোয়া কালারে কেনা যাবে। তবে Nokia 105 4G ব্ল্যাক, ব্লু এবং রেড কালারে বিক্রি করা হবে।

Nokia 110 4G এবং Nokia 105 4G এর ফিচার:

Nokia 110 4G ফোনে VGA ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে FM রেডিও এবং হ্যান্ডস ফ্রি মিউজিক প্লেব্যাক সাপোর্ট দেওয়া হয়েছে। দুটি ফোনেই 1.8-ইঞ্চির TFT নন-টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে, যার পিক্সেলের রেজোলিউশন 120×160। এটি KaiOS অপারেটিং সিস্টমে কাজ করবে না। অর্থাৎ এটি রেগুলার ফিচার ফোন সফ্টওয়্যারের সাথে আসে। দুটি ফোনে Readout Assist ফিচার রয়েছে। এটি কোনও টেক্সট বা মেনু পড়ে শোনাবে। 

Nokia 110 4G এবং Nokia 105 4G ফোনে মিউজিক সাপোর্ট দেওয়া হয়েছে। এটি 32GB মাইক্রোএসডি কার্ড সাপোর্ট রয়েছে। সাথে এতে FM রেডিও ফিচারও রয়েছে। ফোনে LED ফ্ল্যাশ রয়েছে যা টর্চের মতো কাজ করে। এটি রিয়ার ক্যামেরা সহ উপস্থিত রয়েছে। দুটি ফোনেই 1020mAh এর ব্যাটারি রয়েছে যা বেশ কয়েক দিন স্ট্যান্ডবাই টাইম অফার করবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo