Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনের প্রথম সেল এই দিনে হবে

HIGHLIGHTS

Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোন দুটি ভাত্যে লঞ্চ হয়েছে আর এই দুটি স্মার্টফোন প্রথমবার ফ্লিপকার্ট, মি ডট কম আর মি হোম থেকে কেনা যাবে

Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনের প্রথম সেল এই দিনে হবে

হাইলাইট

  • Redmi Note 7 ফোনের প্রাথমি কদাম 9,999 টাকা
  • Note 7 Pro ফোনটির প্রাথমি দাম 13,999 টাকা
  • Mi LED TV 4A Pro র দাম 12,999 টাকা

 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi Note 7 ফোন আর Redmi Note 7 Pro ফোনটি ভারতে লঞ্চ হয়েছে এই দুটি স্মার্টফোনের সঙ্গে কোম্পানি Mi Sports Bluetooth Earphones Basic আর 32-inch Mi LED TV 4A PRO লঞ্চ করেছে আর এদের দাম যথাক্রমে 1,499 টাকা আর 12,999 টাকা। Mi Sports Bluetooth Earphones Basic মি ডট কমে প্রি অর্ডার করা যাচ্ছে। আর অন্য তিনটি প্রোডাক্ট ফ্লিপকার্ট, মি ডট কম আর মি হোম থেকে কেনা যাবে।

Redmi Note 7 ফোনের দাম আর কবে কেনা যাবে

Redmi Note 7 ফোনটির প্রথম সেল 6 মার্চ দুপুর 12টার সময়ে ফ্লিপকার্ট আর মি ডট কম আর মি হোমে শুরু হচবে। আর এই ফোনটির বেশ ভেরিয়েন্ট 9,999 টাকায় কনেয়া যাবে, যা 3GB র‍্যাম আর 32GB স্টোরজের সঙ্গে কেনা যাবে। আর এই ফোনের অন্য ভেরিয়েন্ট যা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের তা 11,999 টাকায় কেনাজবাএ। আর র সঙ্গে লঞ্চ অফারে এয়ারটেলের ইউজার্সরা 1120GB 4G ডাটা আর আনলিমিটেড কল অফার পাচ্ছেন।

Redmi Note 7 Pro ফোনের দাম আর কবে কেনা যাবে

Redmi Note7 Pro ফোনটিতে আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি 13,999 টাকায় কেনা যাবে আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 16,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনের সেল 13 মার্চ দুপুর 12টায় ফ্লিপকার্ট, মি ডট কম আর মি হোমে কেনা যাবে। আর এই ফোনের সঙ্গে এয়ারটেল ইউজার্সরা 1120GB 4G ডাটা আর আনলিমিটেড কলের সুবিধা পাবেন।

Mi LED TV 4A Pro ফোনের দাম আর কবে পাওয়া যাবে

32-inch Mi LED TV 4A PRO ফোনটিকে আপনারা 12,999 টাকা দামে মি ডট কমে কেনা যাচ্ছে। আর এই টিভির প্রথম সেল 7 মার্চ হবে আর এই টিভিটি মি ডট কম, ফ্লিপকার্ট আর মি হোম থেকে কেনা যাবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo