লঞ্চের আগে Motorola Signature এর ভারতীয় দাম ফাঁস, থাকবে লেটেস্ট Snapdragon প্রসেসর এবং 6200 নিটস ব্রাইটনেস
মোটোরোলা ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Signature লঞ্চ করতে চলেছে। আগামী 23 জানুয়ারি ভারতে মোটোরোলা সিগনেচার ফোনটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে। ইতিমধ্যেই ই-কমার্স সাইট ফ্লিপকার্টে (Flipkart) এই ফোনের একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে, যেখান থেকে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, ফিচার ও কালার সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।
Surveyভারতে Motorola Signature এর লঞ্চ তারিখ কবে এবং কত হবে দাম
ভারতে মোটোরোলা সিগনেচার লঞ্চ হবে 23 জানুয়ারি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ টিপস্টার Sanju Choudhary এই স্মার্টফোনের সম্ভাব্য দাম ফাঁস করেছেন। টিপস্টার অনুযায়ী, ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে আসতে পারে:
- 16GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে 64,999 টাকা
- 16GB RAM + 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে 69,999 টাকা
ফোনটি মূলত দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে -Pantone Carbon এবং Pantone Martini Olive।
মোটোরোলা সিগনেচার ফোনের ফিচার ও স্পেসিফিকেশন কেমন হবে
প্রসেসর ও ব্যাটারি: মোটোরোলা সিগনেচার ফোনে ব্যবহার করা হয়েছে লেটেস্ট Snapdragon 8 Gen 5 চিপসেট। দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য এতে দেওয়া যেতে পারে 5200mAh এর সিলিকন কার্বন ব্যাটারি।
ডিসপ্লে: বড় 6.8 ইঞ্চির Super HD LTPO AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1,264 x 2,780 পিক্সেল। এটি 165 Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 6,200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে, যা রোদেও স্ক্রিন পরিষ্কার দেখতে সাহায্য করবে।
আরও পড়ুন: Panchayat season 5: কবে আসছে পঞ্চায়েত এর নতুন সিজন, প্রকাশ্যে এল রিলিজ নিয়ে বড় আপডেট
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য পেছনে তিনটি ক্যামেরা থাকছে। যেখানে প্রধান ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের Sony LYT-828 সেন্সর।
ডিজাইন: ফোনটি বেশ স্লিম এবং হালকা। এর থিকনেস মাত্র 6.99mm এবং ওজন প্রায় 186 গ্রাম। এছাড়া এতে Dolby Vision এবং Dolby Atmos-এর সাপোর্টও পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile