ইন্টারনেটে MOTOROLA RAZER 2019 য়ের লাইভ ইমেজ দেখা গেছে

ইন্টারনেটে MOTOROLA RAZER 2019 য়ের লাইভ ইমেজ দেখা গেছে
HIGHLIGHTS

ছোট কাভার ডিসপ্লে আর সিঙ্গেল ক্যামেরা থাকবে

থাকতে পারে 2,730mAh য়ের ব্যাটারি

Motorola Razr 2019ফোনটি কোম্পানির পরবর্তী ফোল্ডেবেল ফোন হবে আর এটি 13 নভেম্বর লঞ্চ করা হবে। আর আশা করা হচ্ছে যে এই ফোনটি লঞ্চের আগে ডিভাইসের বিষয়ে আমরা অনেক কিছু জেনে গেছি। ফোনের একটি সম্ভাব্য রেন্ডার দেখা গেছে আর সেখানে এর লাইভ ইমেজ দেখা গেছে। আর এই ফোনটি মানে Motorola Razr 2019র বিষয়ে এখানে অনেক কিছু জানা গেছে। আর ইমেজ ছোট কভার ডিসপ্লে আর সিঙ্গেল ক্যামেরা দেখা গেছে আর একটি LED ফ্ল্যাশের সঙ্গে পেয়ার করা হবে।

Motorola Razr 2019 ফোনে আপনারা লাইভ ফটো ওয়েবোতে দেখতে পারবেন আর এই ফোনের পাতলা চিন দেখা গেছে। আর বটনে এই ফোনের আউটলাইন দেখগা গেছে যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফোনের অন করার কাজে আসবে। আর এই ফোনের বটনে USB টাইপ C পোর্ট থাকতে পারে। আর এই ফোনে আপনারা 3.5mm হেডফোন জ্যাক পাবেন না। আর এই ফনে আছে টপে একটি বোট শেপের নচ যা ক্যামেরা ফ্রন্টে ইয়ারপিস দেখা গেছে।

আর এর সঙ্গে টিপস্টার ইভান ব্লাস  (@evleaks) মোটোরোলা রেজার 2019 য়ের কিছু রেন্ডার দেখা গেছে যেখানে এই ফোনের ফোল্ডেবেল ফর্ম দেখা গেছে। আর এই ফোনে আপনারা ডান দিকে ভলিউম রকার আর পাওয়ার বটন থাকবে। আর এই ফোনের রেন্ডার থেকে জানা গেছে যে এর কাভার ডিসপ্লে একটি কুইক ভিউ স্ক্রিনের কাজ করবে আর এতে নোটোফিকেশান ইত্যাদি দেখা যেতে পারে।

Motorola Razr 2019 ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 710 SoC পাবেন আর এটি 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ পাকবেন। আর এই ডিভাইসে 6.2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে যার রেজিলিউশান 876×2142 পিক্সাল হবে। আর সেখানে এর কাভার ডিসপ্লের রেজিলিউশান 600×800 পিক্সাল হবে। আর এই ফোনে 2,730mAh ব্যাটারি দেওয়া হবে আর যার দাম  EUR 1,500 (প্রায় 1,19,000 টাকা হতে পারে)।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo