MOTOROLA ONE ZOOM 48MP ক্যামেরার সঙ্গে মোটো E6 IFA 2019 য়ে ঘোষনা করা হল

MOTOROLA ONE ZOOM 48MP ক্যামেরার সঙ্গে মোটো E6 IFA 2019 য়ে ঘোষনা করা হল
HIGHLIGHTS

মোটোরোলা ওয়ান জুম একটি মিড রেঞ্জের ফোন যা 48MP র কোয়াড ক্যামেরা অফার করে

Moto E6 প্লা ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আর নচ যুক্ত

ফোন দুটির ভারতের দাম আর আসবে কিনা সেই বিষয়ে এখনও কিছু বলা হয়নি

মোটোরোলা তাদের মোটোরোলা ওয়ান জুম আর মোটো E6 প্লাস ফোন দুটি IFA 2019 য়ে নিয়ে এসেছে। ওয়ান জুম ফোনটি একটি  মিড রেঞ্জ ফোন আর এটি 48MP র কোয়াড রেয়ার ক্যামেরা অফার করে। আর এর সগে E6 প্লাস ফোনে আছে ডুয়াল রেয়ার ক্যামেরা আর নচ ডিসপ্লে।

মোটোরোলা ওয়ান জুম ফোনে আছে 6.4 ইঞ্চির ফুল HD+ OLED ম্যাক্স ভিশান ডিসপ্লে। আর এর সঙ্গে এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে আছে আর এই ফোনের রেয়ারে আছে 3D কর্নিং গোরিলা গ্লাস 3। আর এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 আর এই ফোনে এর সঙ্গে 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে। আর এই ফোনে আপনারা পাবেন 6000 সিরিজের অ্যালুমেনিয়াম বডি।

মোটোরোলা ওয়ান জুমের স্পেসিফিকেশান, দাম ও অন্যান্য ডিটেলস

মোটোরোলা ওয়ান জুমে আপনারা কোয়াড ক্যামেরা পাবেন। ফোনে আছে 48MP র ক্যামেরা আর একটি 12MP র আউটপুট। আর এই ফোনে আপআন্রা এর সগে PDAF+16MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন আর এর সঙ্গে আছে 117 ডিগ্রির ক্যামেরা আর একটি 8MPর টেলিফটো লেন্স আর 3X অপ্টিকাল জুম আর OIS+5MP ডেপথ সেন্সার। আর এই ফোনের ফ্রন্টে আছে 25MP র সেলফি শাটার।

এই ফোনে আপনারা 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB Type-C (v3.1),র সঙ্গে কানেক্টিভিটিতে 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনে এর সঙ্গে আছে 4000mAh য়ের ব্যাটারি।

মোটোরোলা ওয়ান জুম ফোনটি EUR 429 (প্রায় 34,000টাকা আনুমানিক)। আর এর সঙ্গে এটি আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো আর অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশে আসবে। আর এই ফোনটি ফ্রাঞ্চ, জার্মানি, ইতালি স্পেন আর আমেরিকাতে অ্যালেক্সার সঙ্গে আসবে। আর এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।

মোটোরোলা মোটো E6 প্লাসের স্পেসিফিকেশান, দাম ও অন্যান্য ডিটেলস

মোটোরোলা E6 Plus ফোনটিতে আপনারা 6.1 ইঞ্চির HD+ ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এউ ফোনে আছে মিডিয়াটেক হেলিও P22 চিপসেট আর এই ফোনটি 4GB র‍্যামের সঙ্গে এসেছে। আর এই ফোনে আছে 2GB র‍্যাম আর 32GB স্টোরেজ আর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এউ ফোনে ডুয়াল সিমের সাপোর্ট আছে।

এই মোটোরোলার ফোনটিতে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আছে লেটেস্ট E সিরিজের স্মার্ট ফোন। আর এই ফোনটি 13MP র প্রামিয়ার ক্যামের আর একটি 2MP র ক্যামেরা সঙ্গে এসেছে। ফোনের ফ্রন্টে আছে একটি 8MP র ক্যামেরা।

এই মোটোরোলা ফোনে কানেক্টিভিটিতে আছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM রেডিও  Micro-USB আর একটি 3.5mm হেডফোন জ্যাক। আর এর সঙ্গে এই ফোনটিতে আছে 3000mAh য়ের ব্যাটারি আর এটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে এসেছে।

ফোনটির দাম শুরু হচ্ছে UR 139 (আনুমানিক 11,000 টাকা) থেকে। আর এটি লাটিন আমেরিকাতে আজ থেকেই কেনা যাবে। আর এই ফোনটি একটি রঙেই এসেছে।

দুটি ফোনেরই ভারতে আশা নিয়ে কিছু জানা জায়নি।

Digit.in
Logo
Digit.in
Logo