45W ফাস্ট চার্জের সাপোর্ট নিয়ে হাজির হল MOTOROLA ONE HYPER

45W ফাস্ট চার্জের সাপোর্ট নিয়ে হাজির হল MOTOROLA ONE HYPER
HIGHLIGHTS

Motorola One Hyper ফোনে 64MP র রেয়ার ক্যামেরা আছে

এটি 32MP র সেলফি ক্যামেরা যুক্ত কোম্পানির প্রথম ফোন

ব্রাজিলে মোটোরোলা তাদের মোটোরোলা ONE HYPER ফোনটি লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানির প্রথম ফোন যা পপ আপ ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এর সঙ্গে এই ডিভাইসে 64MP র প্রাইমারি রেয়ার ক্যামেরা আছে। আর যা আমরা এর আগে রিয়েলমি, শাওমি আর স্যামসাং এই রকমের ফোন এনেছে। আর এটি কোম্পানির প্রথম ফোন যা 32MP র ফ্রন্ট ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছে। আর এই ফোনে আছে 45W ফাস্ট চার্জ যা 10 মিনিটে ফোনটি 0-42 শতাংশ পর্যন্ত চার্জ করে দেয়।

MOTOROLA ONE HYPE ফোনে আছে 6.5 ইঞ্চির 1080×2340 LCD স্ক্রিন। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনটিতে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675। আর এই ফোনে আপনারা পাবেন একটি 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ। আর এই ফোনের স্টোরেজ এক্সপেন্ড করার জন্য মাইক্রো এসডি কার্ড দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 10 য়ের সঙ্গে এসেছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ডিভাইসে ডুয়াল রেয়ায়র ক্যামেরা আছে যা 64MP র প্রাইমারি ক্যামেরা আর 8MP র ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়েছে। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 32MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন যা 45W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনের বক্সে অবশ্য 18W ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। আর ফোনের ব্যাকে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

MOTOROLA ONE HYPER  ফোনটি নিল, লাল আর পার্পেল রঙে লঞ্চ করা হয়েছে। আরফ এই ফোনের দাম $400 (প্রায় 28,000টাকা)। আর এখনও এই ডিভাইসের ভারতে আশার বিষয়ে কিছু জানা জায়নি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo