অবশেষে ভারতে এল মোটোরোলার নতুন ফোন MOTOROLA ONE ACTION

HIGHLIGHTS

মোটোরোলা ওয়ান অ্যাকশানের দাম 13,999টাকা

ফোনটি 30 আগস্ট থেকে কেনা যাবে

অবশেষে ভারতে এল মোটোরোলার নতুন ফোন MOTOROLA ONE ACTION

মোটোরোলা ওয়ান অ্যাকশান আজকে ভারতে লঞ্চ হয়েছে আর এই ফোনটি 30 আগস্ট থেকে কেনা যাবে। কোম্পানির মাকি স্মার্টফোনের মতন এই ফোনেও একটি ডেডিকেটেড 117 ডিগ্রি আল্ট্রা ওয়ান অ্যাকশান ফোন 21:9 অ্যাস্পেক্ট রেশিওর ভিশান ডিসপ্লের সঙ্গে এসেছে যা পাঞ্চ হোল ডিজাইনের সঙ্গে এসেছে। আর এই ফোনের দাম 13,999 টাকা রাখা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

মোটোরোলা ওয়ান অ্যাকশানের দাম ও অফার

মোটোরোলার এই নতুন ফোনটি 4GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে লঞ্চ হয়েছে। আর এই ফোনটি আপনারা 13,999 টাকায় কিনতে পারবেন।

এই ফোনটি 30 আগস্ট প্রথম ফ্ল্যাশ সেলে কেনে যাবে আর এই সেল ফ্লিপকার্টে হবে।

এই মোটোরোলার ফোনটির সঙ্গে জিও গ্রাহকরা 2,200 টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।

আর জিও ইউজারা এতে 125GB 4G ডাটা পাবেন। এই ফোনটি আপনারা ডেনিম ব্লু আর পার্ল হোয়াইট কালারে কিনতে পারবেন।

মোটোরোলা ওয়ান অ্যাকশান ফোনের স্পেক্স আর ফিচার্স

আজকে লঞ্চ হওয়া এই মোটোরোলা ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন আর এই ফোনের রেজিলিউশান 1080×2520 পিক্সাল। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 21:9।

আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন আর ফোনটি অ্যান্ড্রয়েড 10 আর অ্যান্ড্রয়েড 11 য়ে আপগ্রেডও করা যাবে। এই ফোনে স্যামসাং এক্সিয়ন্স 9609 SoC দেওয়া হয়েছে। আর এই ফোনটি মালি G72 MP3 GPU আর 4GB র‍্যাম যুক্ত। ফোনের স্টোরেজ 128GB ।

এই মোটোরোলা ফোনে আপনারা ট্রিপেল ক্যামেরা পাবেন আর এই ফোনে আছে 16MP র মেন ক্যামেরা আর এটি f/2.2 অ্যাপার্চারের। আর এই ফোনের আর একটি ক্যামেরা 12MP র যা f/1.8 অ্যাপার্চারের আর এই ফোনের তৃতীয় ক্যামেরা 5MPর যা f/2.2 অ্যাপার্চার যুক্ত।

ফোনের ফ্রন্টে একটি 12MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 3500 mAh য়ের ব্যাটারি আছে আর এটি 10W চার্জিং সাপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo