50MP ক্যামেরা সহ Moto G71 5G ফোন লঞ্চ, দুর্দান্ত ফিচার এবং দাম 18,999 টাকা

50MP ক্যামেরা সহ Moto G71 5G ফোন লঞ্চ, দুর্দান্ত ফিচার এবং দাম 18,999 টাকা
HIGHLIGHTS

Moto G71 5G ফোনের দাম 19 হাজার টাকার কম

Moto G71 5G দেশের প্রথম Snapdragon 695 5G প্রসেসর সহ স্মার্টফোন

Flipkart-এর মাধ্যমে Moto G71 5G বিক্রি করা হবে

Motorola ভারতীয় বাজারে তাদের মিড-রেঞ্জ স্মার্টফোন Moto G71 5G লঞ্চ করে দিয়েছে। 5G কানেক্টিভিটির সাথে আসা এই ফোনের দাম 19 হাজার টাকার কম। বিশেষ ব্যাপার হল এটিই দেশের প্রথম Snapdragon 695 5G প্রসেসর সহ স্মার্টফোন। এতে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং AMOLED ডিসপ্লের মতো ফিচার দেওয়া হয়েছে। চলুন জেনে নেই বাকি বিস্তারিতঃ

Moto G71 5G Price

Moto G71 5G স্মার্টফোনটি একটি সিঙ্গেল ভেরিয়েন্টে আনা হয়েছে এবং ফোনের দাম রাখা হয়েছে 18,999 টাকা। এটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসে। অনলাইন শপিং ওয়েবসাইট Flipkart-এর মাধ্যমে এই ফোনের বিক্রি করা হবে। এটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে – আর্কটিক ব্লু এবং নেপচুন গ্রিন। অফারের কথা বললে, Flipkart Axis Bank ক্রেডিট কার্ডে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

Moto G71 5G Specifications

স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, Moto G71 5G স্মার্টফোনটিতে একটি 6.4-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে Full HD+ রেজোলিউশন এবং পাঞ্চ হোল ডিজাইনের সাথে আসে। ফোনটি IP52 ওয়াটার রেপেলেন্ট ডিজাইনের সাথে আসে। এটি 6GB RAM এবং 128GB ইনবিল্ট স্টোরেজ সহ Snapdragon 695 5G প্রসেসর দ্বারা চালিত। এটি 2GB RAM বুস্টও পায়। ফোনটি ডুয়াল সিম 5G সাপোর্ট করে।

50MP ক্যামেরা রয়েছে ফোনে

ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাচ্ছে। এতে একটি 50MP প্রাইমারি, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং একটি ম্যাক্রো ভিশন থার্ড লেন্স রয়েছে। সেলফির জন্য একটি 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এটি 33W ফাস্ট চার্জিং  সাপোর্ট করে। কোম্পানি Android 12-এ আপগ্রেড এবং 2 বছরের জন্য সিকিউরিটি আপডেটের দাবি করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo