প্রসেসিংয়ের জন্য মটোরোলার ফোনটি ডাইমেনশন 7400 চিপসেটে কাজ করে
Motorola Edge 60 Fusion first sale today in India with Huge Discount
Motorola Edge 60 Fusion সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। এটি ফোনটি মিড রেঞ্জ সেগামেন্টে দুর্দান্ত ফিচার অফার করে। মটোরোলা এজ 60 ফিউশন আজ 9 এপ্রিল প্রথমবার সেলে বিক্রি করা হবে। ফোনের বিক্রি আজ দুপুর 12টায় শুরু হবে। আসুন জেনে নেওয়া যার মোটোরোলা ফোনটি কত দামে কেনা যাবে এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Motorola Edge 60 Fusion ফোনের দাম কত ভারতে এবং সেল অফার কী
মোটোরোলা এজ 60 ফিউশন ফোনের বেস মডেল 8GB+256GB স্টোরেজ মডেলটি 22,999 টাকায় লঞ্চ হয়েছে। ফোনের প্রথম সেলে Flipkart সাইটে এটি 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টের সাথে বিক্রি করা হবে। তবে বলে দি যে এই ব্যাঙ্ক ছাড় Axis এবং IDFC ব্যাঙ্ক কার্ডে পাওয়া যাবে।
ব্যাঙ্ক ছাড়ের পর মোটোরোলা এজ 60 ফিউশন এর দাম 20999 টাকা হয় যাবে। এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 2000 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে।
মোটোরোলা এজ 60 ফিউশন ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, মটোরোলা এর এই ফোনটি 6.7-ইঞ্চির pOLED 1.5K কার্ভড ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ সাপোর্ট করে। প্রসেসিংয়ের জন্য মটোরোলার ফোনটি ডাইমেনশন 7400 চিপসেটে কাজ করে। ফোনটি ওয়াটারপ্রুফ যা IP68+IP69 রেটিং সহ আসে।
ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে 50MP Sony LYTIA 700C প্রাইমারি ক্যামেরা এবং 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি তোলার জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফোনে 68W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট সহ 5500mAh এর ব্যাটারি সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.