Smart TV Deals: স্মার্ট টিভিতে সবচেয়ে বড় ডিল, মাত্র 6660 টাকায় মিলবে 32 ইঞ্চি FHD মডেল
বড় স্ক্রিন সহ Smart TV কেনার কথা ভাবছেন এবং বাজেট কম, তবে এটাই সুযোগ। আসলে, Amazon সাইটে 32-ইঞ্চি স্ক্রিন সহ সস্তা স্মার্ট টিভি ছাড়ের সাথে আরও সস্তায় কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। এই মডেলটি দুর্দান্ত ছাড়ে কেনা যাবে। পাশাপাশি, ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে।
Surveyসস্তা দামে Skywall HD Ready LED Smart TV
আমরা যেই স্মার্ট টিভির কথা বলছি, সেটি হল স্কাইওয়াল এইচডি রেডি স্মার্ট এলইডি টিভি। এতে সবচেয়ে সস্তা দামে 32-ইঞ্চি স্ক্রিন সহ স্মার্ট টিভি অর্ডার করতে পারবেন। দামের কথা বললে এটি ছাড়ের সাথে 7399 টাকা দামে লিস্ট করা। এছাড়া কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে এতে 10 শতাংশ অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। যার পরে এটি মাত্র 6660 টাকায় কেনা যাবে।

স্কাইওয়াল এইচডি রেডি স্মার্ট এলইডি টিভিতে ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
এই টিভিতে Dolby Vision এবং Dolby Atmos এর সাপোর্ট রয়েছে। বড় 32-ইঞ্চি স্ক্রিন সাইজ সহ টিভিতে FullHD রেজোলিউশন পাওয়া যাবে। এটি 60Hz রিফ্রেশ রেটে কাজ করে। কানেক্টিভিটি হিসেবে এই স্মার্ট টিভিতে দুটি HDMI পোর্ট দেওয়া এবং দুটি USB পোর্ট।
পাশাপাশি, দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি পাওয়ার জন্য এতে 30W ক্ষমতা সহ স্পিকার্স ডলবি অডিও সাপোর্ট রয়েছে।
স্মার্ট টিভিতে বিল্ট-ইন ওয়াই-ফাই, OTT সাপোর্ট, ক্রোমকাস্ট, মিডিয়া সেন্টার।
আরও পড়ুন: Vivo Phones under 10000: 10 হাজার টাকার কম দামে 5 সেরা ভিভো স্মার্টফোন, দেখে নিন লিস্ট
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile