Motorola Edge 20 এবং Edge 20 Fusion আজ হবে লঞ্চ, 108MP ক্যামেরা থাকবে ফোনে

Motorola Edge 20 এবং Edge 20 Fusion আজ হবে লঞ্চ, 108MP ক্যামেরা থাকবে ফোনে
HIGHLIGHTS

Motorola Edge 20 Fusion মডেলটির আসবে Motorola Edge 20 Lite মডেলের উন্নততর ভার্সন হিসেবে

Motorela Edge 20 Fusion মডেলে থাকবে 108MP Primary Camera

Motorola Edge 20 Fusion সিরিজটিকে Geekbench listing-এ স্পট করা গিয়েছে

Motorola গত মাসের শেষের দিকে Moto Edge 20 সিরিজ এর ঘোষণা করেছিল। সংস্থা আজ অর্থাৎ 17 আগস্ট ভারতে এই সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজে কোম্পানি Moto Edge 20, Moto Edge 20 Pro এবং Moto Edge 20 Lite স্মার্টফোন লঞ্চ করেছে। তবে, ভারতের বাজারে Moto Edge 20 এবং Moto Edge 20 Fusion স্মার্টফোন আসছে।

নতুন এই Motorola Edge 20 Fusion মডেলটির আসবে Motorola Edge 20 Lite মডেলের উন্নততর ভার্সন হিসেবে। তবে Edge 20 Lite মডেলের পরিবর্তে নতুন এই মডেলে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। এখন লঞ্চের আগে, মটো এজ 20 ফিউশনটি বেঞ্চমার্কিং ওয়েবসাইট গিকবেঞ্চে লিস্ট করা হয়েছে। Motorola Edge 20 Fusion মডেলট আজ দুপুর 12 টায় লঞ্চ করা হবে। নতুন এই মডেলটি পাওয়া যাবে ফ্লিপকার্টে।

এই নতুন Motorola Edge 20 Fusion সিরিজটিকে Geekbench listing-এ স্পট করা গিয়েছে। Motorola স্মার্টফোন সিঙ্গেল-কোর টেস্টে 564 পয়েন্ট লাভ করেছে। Motorola স্মার্টফোন মাল্টি-কোর টেস্টে পেয়েছে 1,624 পয়েন্ট। নতুন এই Motorola Edge 20 Fusion মডেলটি কাজ করবে Android 11 ভার্সনে। 

সূত্রের তথ্য অনুসারে নতুন এই  Motorola Edge 20 Fusion মডেলটি পাওয়া যেতে পারে  দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে 21,499 টাকায়। 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে 23,999 টাকায়। যদিও ব্র্যান্ডের তরফে এই মডেলটির দাম এখনও প্রকাশ করা হয়নি।

জেনে নেওয়া যাক নতুন এই Motorela Edge 20 Fusion মডেলটির অন্যন্য ফিচার সম্পর্কে- 

Flipkart – এ এই মডেলটির কিছু স্পেসিফিকেশন লক্ষ্য করা গিয়েছে। Motorola Edge 20 Fusion মডেলটিতে রয়েছে 10 bit AMOLED ডিসপ্লে। এই মডেলটির রিফ্রেশ রেট  90Hz। এতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 800U Soc। নতুন এই মডেলে সরাসরি বড় স্ক্রিনে কানেক্ট করা যাবে। 

ক্যামেরা ফিচারে রয়েছে Triple rear camera সেটআপ। 108MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ডেপথ সেন্সর। ভিডিও কল এবং সেলফির জন্য রয়েছে 32 MP punch hole camera। এই স্মার্টফোনটি কাজ করবে near-স্টক অ্যান্ড্রয়েড সফটওয়্যার- এর সাহায্যে। মোবাইলের সিকিউরিটির জন্য Lenovo Thick Shield প্রোটেকশন। নতুন এই স্মার্টফোনটি সাপোর্ট করবে 13 5G ব্যান্ড।

Digit.in
Logo
Digit.in
Logo