মোটোরোলার Moto Z4 Play আর Moto Z4 ফোর্স এই বছর লঞ্চ হবে না

HIGHLIGHTS

Moto Z4 Play আর Moto Z4 Force এই বছর লঞ্চ হবে না

Moto Z3 ফোনের প্লে ভেরিয়েন্ট লঞ্চ হয়েছিল

মোটোরোলার Moto Z4 Play আর Moto Z4 ফোর্স এই বছর লঞ্চ হবে না

সম্প্রতি মোটোরোলা তাদের Moto Z4 ফোনটি লঞ্চ করেছে। আর এবার এই দুটি ভেরিয়েন্ট লঞ্চ করার অপেক্ষায় ছিল সবাই সেই ফোন দুটি লঞ্চ হয়নি। কোম্পানি জানিয়েছে যে Moto Z4 Play আর Moto Z4 Force আসবেনা। মোটোরোলার আমেরিকার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে। কোম্পানি বলেছে যে বছর আরকোন Moto Z ফোন লঞ্চ করা হবে না।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনাদের মনে করিয়ে দি যে মোটোরোলা গত বছর তাদের Z সিরিজের Moto Z3 মডেলের ফোন ভেরিয়েন্ট লঞ্চ করেছিল। Moto Z3 Play ফোনটি তখন লঞ্চ হয়েছিল। কোম্পানি তাদের ফোর্স ডিভাইস Moto Z2 Firce হিসাবে 2017 সালে লঞ্চ করা হয়েছিল।

আপনাদের এর সঙ্গে এও মনে করিয়ে দি যে ফোর্স ভেরিয়েন্ট মোটোরোলার ফ্ল্যাগশিও ডিভাইস হিসাবে এসেছে। আর অন্য স্পেসিফিকেশান ছাড়া এই ফোনের স্ক্রিন ভাঙ্গার প্রোটেকশান নিয়ে এসেছিল। আর প্লে ভেরিয়েন্ট সব থেকে সস্তার ভেরিয়েন্ট ছিল। তিনটি ভেরিয়েন্টই মোটো মোড সাপোর্ট করে।

Moto Z4 ফোনটি আপডেটেড ডিজাইনের সঙ্গে এসেছে। ডিসপ্লের টপে একটি ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর এই ফোনটি 6.39 ইঞ্চির ফুল HD OLED ডিসপ্লে যুক্ত আর এর রেজিলিউশান 2340x1080p। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 675 পাবেন। আর এই ফোনে 4GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ আছে। আর ফোনে 3600mAh য়ের ব্যাটারি আর অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo