Moto Z2 Force মোবাইল ফোনটি নতুন আপডেট পাচ্ছে এর ডিটেলস জানুন

HIGHLIGHTS

দু বছরের পুরনো Moto Z2 Force অ্যান্ড্রয়েড 9 পাই আপডেট পাচ্ছে

ফোনটির বিল্ড নাম্বার PPx29.159-10

এই ফোনটির আপডেট ব্রাজিলে পাওয়া যাবে

Moto Z2 Force মোবাইল ফোনটি নতুন আপডেট পাচ্ছে এর ডিটেলস জানুন

বছর দুয়েক পুরনো ফোন Moto Z2 Force ফোনটি এবার অ্যান্ড্রয়েড পাইয়ের আপডেট পেয়েছে। এই নতুন আপডেট আপনারা 2019 সালের মে মসাএর সিকিউরিটি প্যাচ পাবেন।আর এর বিল্ড নাম্বার PPx29.159-10। আর আপনাদের বলে রাখি যে ইউজার্সরা এই আপডেট আপাতত ব্রাজিলে পাবে। আর এর মানে যে ফোনটির ব্রাজিলের হ্যান্ডসেট এখন এই আপডেট পাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আমরা যদি এই Moto Z2 Force ফোনটি দেখি তবে এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 প্রসেসার আচেহ আর এই ফোনে 5.5 ইঞ্চির QHD POLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর ফোনটিকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত এক্সপেন্ড রকা যাবে।

ফোনে আপনারা ডুয়াল রেয়ার ক্যামেরা পাবেন আর এই ফোনে ফ্রন্টে একটি 5MP র ক্যামেরা আছে।

ফোনটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এই ফোনে 2730mAh য়ের ব্যাটারি আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo