Moto G64 5G: 12GB RAM এবং 6000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল নতুন মোটো ৫জি ফোন, দাম বাজেট প্রাইসে

Moto G64 5G: 12GB RAM এবং 6000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল নতুন মোটো ৫জি ফোন, দাম বাজেট প্রাইসে
HIGHLIGHTS

Motorola ভারতে তার লেটেস্ট বাজেট স্মার্টফোন (Budget Phone) Moto G64 5G লঞ্চ করেছে

এটি প্রথম এমন স্মার্টফোন যা মিডিয়াটেকের ডাইমেনশন 7025 প্রসেসর সহ এন্ট্রি নিয়েছে

মটোরোলার এই নতুন ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 14,999 টাকায় কেনা যাবে

Motorola ভারতে তার লেটেস্ট বাজেট স্মার্টফোন (Budget Phone) লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি Moto G64 5G নামে বাজারে আনা হয়েছে। এটি প্রথম এমন স্মার্টফোন যা মিডিয়াটেকের ডাইমেনশন 7025 প্রসেসর সহ এন্ট্রি নিয়েছে।

মোটো জি৬৪ ৫জি ফোনে ফিচার হিসেবে 12GB RAM, 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি রয়েছে। আসুন লেটেস্ট মোটো ফোনের সম্পর্কে সমস্ত ডিটেল জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: OPPO A1s, OPPO A1i: 12GB RAM এবং বড় ডিসপ্লে সহ দুটি নতুন ওপ্পো স্মার্টফোন লঞ্চ, জানুন দাম কত

Moto G64 5G ভারতে দাম কত

মটোরোলার এই নতুন ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 14,999 টাকায় কেনা যাবে। এছাড়া 12GB RAM+256GB স্টোরেজের দাম 16,999 টাকা রাখা হয়েছে।

অফারের আওতায় কোম্পানি HDFC কার্ড পেমেন্টে 1000 টাকার ডিসকাউন্ট অফার করছে। ফোনটি Mint Green, Pearl Blue এবং Ice Lilac কালার অপশনে কেনা যাবে।

ফোনের বিক্রি অনলাইন শপিং সাইট Flipkart থেকে করা হবে।

Moto G64 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে: মোটো জি৬৪ ৫জি ফোনটি 6.5 ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

Moto-G64-5G-Display
মোটো জি৬৪ ৫জি ফোনটি 6.5 ইঞ্চি FullHD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে

প্রসেসর: পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরা: ডুয়াল রিয়ার সেন্সর রয়েছে মোটো জি৬৪ ৫জি ফোনে। এটি OIS সাপোর্ট সহ 50MP মেইন ক্যামেরা এবং 8MP ডেপথ সেন্সর সহ ম্যাক্রো সেন্সরের সাথে পেয়ার করা। সেলফি তোলার জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার দিতে এই ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

আরও পড়ুন: Vivo T3x 5G Specs: 6000mAh ব্যাটারি সহ সবচেয়ে পাতলা ফোন হবে ভিভো টি৩এক্সে, জানুন কত হবে দাম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo