ভারতে আসতে চলেছে Moto G10 এবং Moto G30, পোস্ট হল টিজার, থাকবে দুর্দান্ত ফিচার

ভারতে আসতে চলেছে Moto G10 এবং Moto G30, পোস্ট হল টিজার, থাকবে দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

Motorola-র দুটি স্মার্টফোনেই 6.5-ইঞ্চি HD+ LCD প্যানেল রয়েছে

Moto G10 এবং Moto G30 দুটি স্মার্টফোনই 6GB পর্যন্ত র‍্যাম এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ আসবে

Moto G10 ফোনে চারটি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে

মটোরোলা খুব শীঘ্রই ভারতে তার বাজেট স্মার্টফোন Moto G10 এবং Moto G30 আনতে চলেছে। সংস্থা এই দুটি ফোনের ভারতে এন্ট্রির অফিসিয়াল টিজ করেছে। সংস্থা তার টুইটার হ্যান্ডেল দিয়ে নতুন ডিভাইসের ভারতে লঞ্চ কে টিজ করেছে। সংস্থা একটি হ্যাশট্যাগ ব্যবহার করছে #AsliAllRounders। মোটোর এই দুটি বাজেট স্মার্টফোনের প্রতিযোগিতা বাজারে জিওমি, রিয়েলমি এবং স্যামসাংয়ের বাজেট স্মার্টফোনের সাথে হবে। গত সপ্তাহে সংস্থা ইউরোপে মোটো G10 এবং G30 চালু করেছে।

দুটি স্মার্টফোনে থাকবে LED স্ক্রিন

Motorola-র দুটি স্মার্টফোনেই 6.5-ইঞ্চি HD+ LCD প্যানেল রয়েছে যার রেজোলিউশন 720X1600 পিক্সেল। Moto G10 এর ডিসপ্লে 60Hz এবং G30 এর 90Hz রিফ্রেশ রেটের সাথে আসে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9 দেওয়া। ফোনের ডিসপ্লেতে দেওয়া ওয়াটারড্রপ নচ ডিজাইন এবং মোটা বেজেল।

স্ন্যাপড্রাগন প্রসেসর এবং Android 11 ওএস সহ আসবে ফোন

দুটি স্মার্টফোনই 6GB পর্যন্ত র‍্যাম এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ আসবে। প্রসেসরের কথা বললে অক্টা-কোর স্ন্যাপড্রাগন 460 প্রসেসর থাকবে মটো G10 এ এবং স্ন্যাপড্রাগন 662 প্রসেসর দেওয়া হবে মোটো G30 ফোনে। দুটি স্মার্টফোনে 5000mAh ব্যাটারি রয়েছে এবং 20 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সপোর্ট করবে। অ্যান্ড্রয়েড 11 OS-এ চলা এই দুটি স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, NFC এবং ইউএসবি-C পোর্ট দেওয়া হয়েছে।

ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে স্মার্টফোনে

ফটোগ্রাফির জন্য Moto G10 ফোনে চারটি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এর সাথে একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে। একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর। একই সময়ে, Moto G30 এ কোয়াড ক্যামেরা সেটআপে একটি 64-মেগাপিক্সেলের প্রাথমিক লেন্স রয়েছে। সেলফির জন্য স্মার্টফোনে 13-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

Digit.in
Logo
Digit.in
Logo