Moto E4 স্মার্টফোনটি 17 জুলাই লঞ্চ হবেঃ রিপোর্ট

HIGHLIGHTS

Moto E4 এর দাম CAD 249.99 (প্রায় Rs. 12,000) হতে পারে

Moto E4 স্মার্টফোনটি 17 জুলাই লঞ্চ হবেঃ রিপোর্ট

বিগত বেশ কিছু সময় ধরে মোটো E4 স্মার্টফোনটির বিষয়ে অনেক ধরনের লিক সামনে এসেছে। সাবি জানে যে মোটোরোলা E সিরিজের অন্তর্গত দুটী স্মার্টফোন Moto E4 আর Moto E4 Plus লঞ্চ করবে। এবার সামনে আসা একটি টাটকা রিপোর্টকে সঠিক বলে ধরলে Moto E4 কে 2017 সালের জুলাই মাসে লঞ্চ করতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

পরিচিত টিপস্টার Roland Quandt অনুসারে, Moto E4 এর দাম CAD 249.99 (প্রায় Rs. 12,000)  হতে পারে। এই লিকে এই স্মার্টফোনটির সমস্ত স্পেকসের বিষয়েও জানানো হয়েছে, যাতে আগের কিছু লিকের সঙ্গে মিল আছে।

লিক অনুসারে এই স্মার্টফোনটিতে 5-ইঞ্চির HD IPS LCD ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লের রেজিলিউশন 720×1280 পিক্সাল হবে। এর সঙ্গে এতে 1.25GHz  কোয়াড কোর মিডিয়াটেক MT6737M প্রসেসারও থাকবে। এটি মালী-T720MP2 GPU যুক্ত হবে। এতে 2GB র‍্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজও থাকবে, স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যাবে।

এই স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হবে। এটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করবে। এটি 2800mAh এর ব্যাটারি আর 4G LTE যুক্ত হবে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo