অনলাইনে লিক হল Moto E4 এর ফিচার্স

অনলাইনে লিক হল Moto E4 এর ফিচার্স
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি সম্প্রতি FCC র সার্টিফিকেট পেয়েছে

গত বছর জুলাইতে Lenovo র মালিকানাধীন মোবাইল ফোন তৈরির কোম্পানি Motorola, Moto E3 প্লাস লঞ্চ করেছিল. ভারতে এই ফোনের দাম Rs.7,999 ছিল. এবার কোম্পানি এই সিরিজের পরবর্তী ফোন লঞ্চ করতে চলেছে.

এই ফোনটিকে Moto E4 নাম দেওয়া হয়েছে. এই স্মার্টফোনটি সম্প্রতি FCCর সার্টিফিকেট পেয়েছে. FCCর লিস্টিং এ এই স্মার্টফোনের ব্যাপারে কিছু স্পেশিফিকেশন সামনে এসছে. খবর অনুসারে এই স্মার্টফোনে 2,800mH ব্যাটারি আছে.

এছাড়া এই ডিভাইসে ডুয়াল সিম, 4G LTE, ব্লুটুথ 4.2 আর ওয়াইফাই আছে. এই ডিভাইসের ইনবিল্ট স্টোরেজ 16GBর. যদিও এই ফোনটি নিয়ে আর কোন খবর সামনে আসেনি.

এও শোনা যাচ্ছে যে এই ফোনটি অনেকগুলি ভেরিয়ান্টে লঞ্চ করা হতে পারে. এর মধ্যে একটি ভেরিয়ান্ট 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে. সেখানে mMoto E3 প্লাসে 5 ইঞ্চি ডিসপ্লে আছে. এই স্মার্টফোনে 2,800mAh ব্যাটারি আছে.

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo