Micromax-এর নতুন দেশি ফোন আসছে ভারতে, লঞ্চের আগেই ফাঁস হল দুর্দান্ত ফিচার

Micromax-এর নতুন দেশি ফোন আসছে ভারতে, লঞ্চের আগেই ফাঁস হল দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

Micromax E7446 একটি এন্ট্রি-লেভেল বা লো মিড-রেঞ্জের স্মার্টফোন হবে

Micromax IN 2b ফোনে MT6785 চিপসেট থাকবে যা মূলত MediaTek Helio G90 SoC

Micromax IN 2b ফোনে 4GB RAM এবং Android 11 অপারেটিং সিস্টম

দেশীয় সংস্থা Micromax সম্প্রতি ঘোষনা করেছে যে সংস্থা 30 জুলাই ভারতীয় বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আশা করা হচ্ছে যে সংস্থা Micromax IN 2b ফোন হাজির করতে পারে, তবে এখন মনে হচ্ছে যে আগামী লঞ্চে আরও হ্যান্ডসেট আসবে বলে মনে হচ্ছে। সম্প্রতি আরেকটি হ্যান্ডসেট গীকবেঞ্চ প্ল্যাটফর্মে Micromax E744 নামে স্পট করা হয়েছে। হ্যান্ডসেট গীকবেঞ্চে লিস্ট করা হয়েছে, এই তথ্য ৯১ মোবাইলের রিপোর্ট থেকে জানা গিয়েছে।

গীকবেঞ্চে লিস্টিং থেকে জানা গিয়েছে যে ফোনে MT6785 চিপসেট থাকবে যা মূলত MediaTek Helio G90 SoC। এছাড়া ফোনে 4GB RAM এবং Android 11 অপারেটিং সিস্টম। সিঙ্গেল কোর এবং মাল্টি-কোর টেস্ট ফোনটি গীকবেঞ্চ 5.4.1 এ যথাক্রমে 500 এবং 1,546 পয়েন্ট স্কোর করেছে।

র‌্যাম এবং প্রসেসরের কথা বললে Micromax E7446 একটি এন্ট্রি-লেভেল বা লো মিড-রেঞ্জের স্মার্টফোন হবে। Micromax E7446 এর নাম কী হবে তা এখনও প্রকাশ করা হয়নি।

বলে দি যে, মাইক্রোম্যাক্স ইন 1 এবং মাইক্রোম্যাক্স ইন নোট 1 এর মডেল নম্বর যথাক্রমে E6746 এবং E7746। পূর্ববর্তী মডেল সংখ্যা দেখে অনুমান করা হচ্ছে যে এই আগামী ফোন Micromax IN 2 বা Micromax IN Note 2 হতে পারে। এই ফোন 30 জুলাই লঞ্চ হবে কি না তা দেখতে হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo