Micromax in 1 ভারতে 48MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির সাথে 9999 টাকায় লঞ্চ

Micromax in 1 ভারতে 48MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির সাথে 9999 টাকায় লঞ্চ
HIGHLIGHTS

Micromax In 1 ফোনের 4 GB RAM + 64 GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট ইন্ট্রোডাক্টারি প্রাইস 9,999 টাকায় লঞ্চ করা হয়েছে

Micromax In 1 নতুন ফোনে দেওয়া হয়েছে MediaTek Helio G80 প্রসেসর

Micromax IN 1 পার্পল এবং ব্লু কালার ভ্যারিয়্যান্টে 26 মার্চ থেকে বিক্রি করা হবে

দেশি সংস্থা Micromax তার একটি নতুন স্মার্টফোন Micromax In 1 লঞ্চ করেছে, যা দুর্দান্ত ডিজাইন এবং শক্তিশালী ফিচার সহ বাজারে আনা হয়েছে। এটি ভারতে ইন্ট্রোডক্টরি অফার এর আওতায় 10000 টাকার কম দামে কেনা যেতে পারে। অর্থাৎ এই ফোনের দাম হল 10000 টাকারও কম। এর আগে মাইক্রোম্যাক্স Micromax In note 1 এবং Micromax In 1b মতো স্মার্টফোনও লঞ্চ করেছে যা বাজেট সেগামেন্টের স্মার্টফোন এবং ভাল ফিচার সহ আসে।

আসুন জেনে নেওয়া যাক দেশি স্মার্টফোন সংস্থা Micromax এর বাজেট স্মার্টফোন সম্পর্কে…

Micromax In 1 Price Specs

মাইক্রোম্যাক্স তার জনপ্রিয় In Series-এ আরও একটি নতুন স্মার্টফোন যোগ করেছে। সংস্থা ভারতে Micromax In 1 নিয়ে হাজির হয়েছে। Micromax In 1 ফোনের 4 GB RAM + 64 GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট ইন্ট্রোডাক্টারি প্রাইস 9,999 টাকায় লঞ্চ করা হয়েছে। এর পাশাপাশি 6 GB RAM + 128 GB স্টোরেজ মডেল আপনি 11,499 টাকায় কিনতে পারবেন। 

পার্পল এবং ব্লু কালার ভ্যারিয়্যান্টে এই ফোন 26 মার্চ থেকে বিক্রি করা হবে। এই ফোনের বিশেষত্বর কথা বললে এতে 6.67 ইঞ্চির ফুল এইচডি + ডিসপ্লে, MediaTek Helio G80 প্রসেসর, 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্টের 5000mAh ব্যাটারি সহ আরও অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে।

MICROMAX IN 1B

Micromax এর এই নতুন ফোনে দেওয়া হয়েছে Helio G35 chipset। ফোনের ডিসপ্লে 6.52 ইঞ্চির LCD আর তার সঙ্গেই এতে রয়েছে HD+ রেজোলিউশন। ফোনের ঠিক উপরে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ, যেখানে রয়েছে 8MP সেলফি ক্যামেরাটি।

ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা দেওয়া রয়েছে। এর একটিতে রয়েছে 13MP প্রাইমারি এবং অন্যটিতে 2MP ডেপথ সেন্সর রয়েছে। ফোনের ব্যাক প্যানেলেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Micromax IN 1B ফোনের ব্যাটারি 5000mAh ক্যাপাসিটির। তবে এতে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে USB-C পোর্টের সাহায্যে।

Micromax IN 1B ফোনটিও দুটি স্টোরেজ অপশনে বাজারে কেনা যাবে, 2/32 GB এবং 4/64 GB। আর এই 2/32 GB এবং 4/64 GB স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 6,999 টাকা এবং 7,999 টাকা।

Micromax IN Note 1 ফিচার

Micromax In Note 1 স্মার্টফোনে রয়েছে হেলিও G85 চিপসেট এবং এটি রযেছে 4GB র‍্যাম সাথের। ফোনের ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির LCD Full HD+। ফোনের ডিসপ্লেতে পাওয়া যাবে সিঙ্গল পাঞ্চ হোল।

ছবি তোলার জন্য় Micromax IN Note 1 ফোনের পিছনে 48MP প্রাইমারি ক্যামেরা, সাথে থাক্ছে কটি 5MP আলট্রা ওয়াইড ইউনিট। এছাড়াও ম্যাক্রো এবং ডেপথের জন্যও Micromax IN Note 1 ফোনে রয়েছে 2MP সেন্সরস। সেলফির জন্য ফোনের ফ্রন্টে থাকছে 16MP ক্যামেরা।

ফোনে পাওয়ার দেওয়ার জন্য় Micromax IN Note 1-তে রয়েছে 5000mAh ব্যাটারি এবং এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে USB-C পোর্টের সাহায্যে। এছাড়াও কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে Bluetooth 5.0, 3.5mm audio jack, FM radio, এবং Dual 4G VoLTE।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo