MI NOTE 10 ফোনটি ভারতে এই দামে আসতে পারে

MI NOTE 10 ফোনটি ভারতে এই দামে আসতে পারে
HIGHLIGHTS

108 মেগাপিক্সাল ক্যামেরা যুক্ত ফোন হবে

2020 সালে ভারতে আসতে পারে

কিছু দিনের মধ্যে শাওমি ভারতে তাদের 108 মেগাপিক্সালের ক্যামেরা যুক্ত ফোন লঞ্চ করবে। শাওমি ইন্ডিয়া টুইটার পোস্টের মাধ্যমে প্ল্যান করেছে যে এই আসতে চলা Mi Note 10 ফোনের দামও জানা গেছে। আর এর আগের রিপোর্ট অনুসারে মি Note 10 ফোনটি ভারতে 40,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হতে পারে। আর কোম্পানি বলেছে যে এই ফোনটির দাম 42,832 টাকার মধ্যে হবে।

যদি Mi Note 10 ভারতে শাওমির সব থেকে দামি ফোন হিসাবে আসতে পারে। এই ফোনটি 2020 র প্রথমে লঞ্চ করা হতে পারে। আর আপনাদের মনে করিয়ে দি যে কোম্পানি তাদের Mi MIX Alpha ফোনটি ভারতে লঞ্চ করার জন্য তৈরি হচ্ছে।

Mi Note 10 ফোনে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1080×2340 পিক্সাল। আরফ এই ফোনে আছে ডট নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনের রেশিও 19:5:9 আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G চিপসেট থাকতে পারে। আর এই ফোনে আপনারা 6GB/8GB র‍্যাম আর 128GB/256GB স্টোরেজের সঙ্গে পেয়ার করা হয়েছে।

Mi Note 10 ফোনে আপনারা 108MP র প্রাইমারি ক্যামেরা আছে, পোট্রেড শটের জন্য 12MP র সেন্সার আছে, 5MP র টেলিফটো লেন্স, 20MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর ম্যাক্রো লেন্সের জন্য 2MP র সেন্সার থাকতে পারে। আর এর সঙ্গে ডট নচে 32MP র সেলফি ক্যামেরা থাকতে পারে, আর এই ফোনে আপনারা পাবেন AI ফিচার্স।

Mi Note 10 ফোনে আপনারা 5260mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা 30W ফাস্ট চার্জ সাপোর্ট করবে। আর এর সঙ্গে এটি বিশ্বের প্রথম ফোন যা আল্ট্রা থিন অপ্টিকাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে থাকবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo