MEIZU 16T স্মার্টফোনটি 23 অক্টোবর লঞ্চ করা হতে পারে

MEIZU 16T স্মার্টফোনটি 23 অক্টোবর লঞ্চ করা হতে পারে
HIGHLIGHTS

Meizu 16T ফোনটি মিড রেঞ্জ ফোন হিসাবে আসতে পারে

এই ফোনে স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট থাকতে পারে, আর এই ফোনটি 23 অক্টোবর লঞ্চ করা হতে পারে

Meizu 16T ফোনটি চিনের কোম্পানি Meizu র তরফে লঞ্চ করা হবে আর এই ফোনটি 23 অক্টোবর লঞ্চ করা হতে পারে। আর এই ফোনের মডেল নাম্বার M928Q আর এর আগে TENAA র একে সার্টিফিকেট দিয়েছে। আর এবার ওয়েবোর মাধ্যমে এই কোম্পানি এই ফোনটির লঞ্চ ডেট জানা গেছে। আর মনে করা হচ্ছে যে এটি একটি মিড রেঞ্জ ফোন হিসাবে আসবে যা স্ন্যাপড্র্যাগন 855 য়ের সঙ্গে আসতে পারে।

এই ফোনটি লঞ্চ করার সময়ে এই ফোনের স্পেক্স TENAA র মাধ্যমে জানা গেছে। আর এই ফোনটি বাজারে থাকা  Redmi K20 Pro আর Realme X2 Pro মোবাইল ফোনের সঙ্গে প্রতিযোগিতায় আসবে।

আমরা যদি ফোনের লিস্টিং দেখি তবে এই ফোনে আপনারা একটি 6.5 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন যা AMOLED স্ক্রিনের সঙ্গে আসবে। আর এই ফোনে আপনারা একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 থাকতে পারে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্ট 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের সঙ্গে আসতে পারে আর এর সঙ্গে একটি 8GB র‍্যাম আর 256GB র স্টোরেজ ভেরিয়েন্টও লঞ্চ করা হতে পারে।

ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর এই ফনে একটি 12MP র মেন ক্যামেরা থাকতে পারে আর এর সঙ্গে এই অফনে 8MP র ক্যামেরা আর একটি 5MP র ক্যামেরা থাকতে পারে। ফোনে ফ্রন্টে 16MP র ক্যামেরা থাকার সম্ভবনা আছে। আর এটি 4500mAh য়ের 25W ফাস্ট চার্জ সাপোর্টের ফোন হতে পারে। আর এই ফোনের দাম RMB 2,499 মানে প্রায় 25,000 টাকা হতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo