Meizu 16s মোবাইল ফোনটি নিয়ে এর আগেও অনেক কিছু জানা গেছে আর আপনাদের বলে রাখি যে এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন হবে। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট পাবেন আর এই ফোনে আপনারা 2019 থেকে ফ্ল্যাগশিপ ফোনে পাবেন। আর এই ফোনটি TENAA র লিস্টিং য়ে দেখা গেছে আর সেখানে এর মডেল নম্বর M97 1Q রাখা হয়েছে। আর এই লিস্টিং থেকে ফোনের বিষয়ে অনেক কিছু জানা গেছে।
Survey
✅ Thank you for completing the survey!
জানা গেছে যে এই ফোনটিতে আপনারা একটি 6.2 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে একটি 48MP র সোনি IMX586 সেন্সার আছে। আর এই ফোনে আপনারা আর কি পাবেন আর ফোনের দামের বিষয়ে কিছু জানা যায়নি।
TENAA র লিস্টিং অনুসারে এই ফোনে আপনারা একটি 6.2 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে FHD+ প্যানেলের সঙ্গে পাবেন, আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট পাবেন আর আসলে এই ফোনে 6GB র্যাম আর 8GB স্টোরেজ থাকবে আর এছাড়া এই ফোনে আপনারা 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আছে আর এর সঙ্গে এই ফোনে আপনারা OS পাবেন।
আপনাদের বলে রাখি যে এই ফোনে আপনারা একটি 48MP Siny IMX586 সেন্সার পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা সেকেন্ডারি ক্যামেরা পাবেন আর এর সগে এই ফোনের বিষয়ে আর কিছু জানা যায়নি। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 3540mAh য়ের ব্যাটারি পাবেন।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।