বাজারে শিঘ্রই আসতে পারে ডেবিট কার্ডের সাইজে মোবাইল ফোন!

বাজারে শিঘ্রই আসতে পারে ডেবিট কার্ডের সাইজে মোবাইল ফোন!
HIGHLIGHTS

এই ফোনের ব্যাটারি একবার চার্জ করলে, তা 3 সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে৷

আপনি যদি ছোটো ও হালকা মোবাইল কিনতে পছন্দ করেন তো, তাহলে আপনার জন্য সুখবর! কারণ, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে একেবারে হালকা ও সাইজে ডেবিট কার্ডের মতো দেখতে মোবাইল ফোন!

আরও দেখুন : CES 2017: সোনি লঞ্চ করলো তার ব্রাভিয়া OLED 4K HDR টিভি

আমেরিকার এ মিডিয়ামই বাজারে আনতে চলেছে এই মোবাইল৷ তবে কোনও দোকানে নয়, এই মোবাইল পাওয়া যাবে একমাত্র অনলাইন শপিংয়েই! তবে জানিয়ে রাখা দরকার, স্মার্ট ফোনের ভিড়ে এই মোবাইল একেবারেই স্মার্ট ফোন নয়৷ এই ফোন ফিচার ফোন৷ এর মধ্যে লাগাতে পারবেন 2G সিম৷ এই ফোনের সঙ্গে শুধুমাত্র দেওয়া হবে মাইক্রো USB কেবল৷ তবে এই ফোনে রয়েছে স্পিকার, টর্চ৷

ফোনটির দাম ভারতীয় মুদ্রায় 7000 টাকা! এই ফোনের ব্যাটারি একবার চার্জ করলে, তা 3 সপ্তাহ পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে৷

আরও দেখুন : স্যামসাং গ্যালাক্সি J7 প্রাইম স্মার্টফোন উপর ডিসকাউন্ট

আরও দেখুন : অসুস লঞ্চ করলো চমত্কার ল্যাপটপ-ট্যাবলেট হাইব্রিড ডিভাইস-Chromebook Flip C302CA

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo