Nubia Z17 IP67, ডাস্ট প্রুফ আর ওয়াটার প্রুফ হবে

HIGHLIGHTS

এই স্মার্টফোনে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে

Nubia Z17 IP67, ডাস্ট প্রুফ আর ওয়াটার প্রুফ হবে

মোবাইল নির্মাতা কোম্পানি ZTE স্মার্টফোণ Nubia Z17 এর বিষয়ে এর আগেও অনেক ধরনের লিক সামনে এসেছে। এবারের সাম্প্রতিকতম লিক অনুসারে জানা গেছে যে, এই স্মার্টফোনটি IP67 ওয়াটার আর ডাস্ট প্রুফ টেকনিক যুক্ত হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এর আগে এই স্মার্টফোনটি গ্রিকবেঞ্চ ওয়েবসাইটে দেখা গেছিল। লিস্টিং অনুসারে এই স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে থাকবে। এই ডিভাইসে 4GB র্যা ম এর সঙ্গে 64GB’র এক্সপেন্ডেবেল মেমারি আছে।

এই ডিভাইসে 23MP’র  ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। এছাড়া এতে 16 MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও আছে। এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 7.1.1 নোউগাট অপারেটিং সিস্টেম আছে। এই ডিভাইসের ব্যাটারি 3100mAh।

এছাড়া এই ডিভাইসটিতে 4G-LTE এর সঙ্গে VoLTE, Bluetooth, WiFi, GPS/A-GPS ও গ্রিবিট সেন্সার, ডিস্টেন্স সেন্সার আর লাইট সেন্সার আছে। এই স্মার্টফোনটিতে গোল্ড আর সিলভার কালার অপশান আছে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo