LG UX 9.0 দেখা গেছে , ভবিষ্যতে এটি LG G8X THINQ য়ের ফোনে দেখা যেতে পারে

LG UX 9.0 দেখা গেছে , ভবিষ্যতে এটি LG G8X THINQ য়ের ফোনে দেখা যেতে পারে
HIGHLIGHTS

LG আপকামিং স্মার্টফোনের জন্য তাদের নতুন UI নিয়ে এসেছে

LG এর নাম দিয়েছে LG UX 9.0

এই UI তে iOS আর স্যামসাং OneUI য়ের মর্ডান লুক দেখা যাবে

LG র নতুন UI এসেছে আর কোম্পানি জানিয়েছে যে এর থেকে LG ফোনের ভেতরে অনেক চেঞ্জ হবে। এই নতুন LG UX 9.0র ইন্টারফেস UX 8.0র সঙ্গে এসেছে আর এতে আপনারা আরও ভাল LG স্মার্টফোন পাবেন।

LG ফোনের লং ওভারডিউ আর UI এবার এসেছে। আর এর সঙ্গে এবার এই LG UI স্যামসাং OneUI য়ের মতন কাজ করবে।

কোম্পানি একটি ইউটিউব ভিডিও এনেছে সেখানে এই UI বিষয়ে ডিটেলে বলা হয়েছে আর বলা হয়েছে যে এটি প্রথমে LG G8X ThinQতে আসবে।

LG UX 9.0 তে প্রতিদিনের রাউন্ড কর্নার থাকবে। আর এর সঙ্গে এর স্পেস এলিমেন্ট আরও ভাল হবে। আর ফোনের নিচের স্ক্রিনে সহজেই পৌঁছানো যাবে। আর এই নতুন UI তে ডার্ক মোডও থাকবে যা শিডিউল করা যাবে আর সঙ্গে নতুন ট্যাবলেট UI ভাল মাল্টিটাস্কিং করবে।

আর দেখার ক্ষেত্রে LG এতে iOS আর স্যামসাং OneUI য়ের কিছু জিনিস দিয়েছে। তবে আবার এই বলার যে এই সময়ে সব কিছুই একটু হলেও অন্যের কপি হয়ে যায়। আর এর সঙ্গে যেটা সব থেকে দরকারের তা হল এই যে এই UI হয়ত LG র ফোনকে ভাল করবে। এটি অনেক বেশি আধুনিক।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo