‘স্লাইডার ডিজান’ য়ের সঙ্গে লঞ্চ হল Lenovo Z5 Pro GT

‘স্লাইডার ডিজান’ য়ের সঙ্গে লঞ্চ হল Lenovo Z5 Pro GT
HIGHLIGHTS

স্মার্টফোন তৈরির কোম্পানি লেনোভো তাদের লেটেস্ট স্মার্টফোন Lenovo Z5s য়ের সঙ্গে Lenovo Z5 Pro GT ফোনটিও লঞ্চ করেছে, আর এই Lenovo Z5 Pro GT ফোনটি প্রথম স্মার্টফোন যা স্ন্যাপড্র্যাগন 855 SoC র সঙ্গে লঞ্চ হয়েছে

Lenovo Z5 Pro GT ফোনটি লঞ্চ হয়ে গেছে। আর এই ফোনটি বাজারে Lenovo Z5s য়ের সঙ্গে আসবে। আর এই ফোনে ইউজার্সরা 7nm য়ের কোয়াল্কম চিপ আর 12GB পর্যন্ত র‍্যাম ভেরিয়েন্ট দেয়। আর এর সঙ্গে Lenovo ব্র্যান্ডের এই ফোনটি অ্যান্ড্রয়েড পাই নির্ভর Lenovo ZYI 10 য়ে চলে। আর এই ফএন ইউজার্সরা ডিসপ্লে নচ বলে মনে হলেও এটি ‘স্লাইড ডিজাইন’ য়ের সঙ্গে এসেছে। আর এই ফোনে সিকিউরিটির জন্য এই ফোনে কোম্পানি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে ফেস আনলক ফিচারও আছে।

আর এই ফোনের দামের দিকটি যদি আমরা দেখি তবে এই Lenovo Z5 Pro GT ফোনটির দাম CNY 2,698 মানে প্রায় 27,700 টাকা আর এই ফোনে ইউজার্সরা 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাচ্ছে। আর এই ফোনের একটি 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট আছে যার দাম CNY 2,998 মানে প্রায় 30,800 টাকা। আর সেখানে এর 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 3,398 মানে প্রায় 41,100 টাকা।

Lenovo Z5 Pro GT ফোনটি 12GB র‍্যাম আর 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 4,398 মানে প্রায় 45,100 টাকা। আর আপনাদের বলে রাখি যে চিনে এই চারটি ভেরিয়েন্টটি প্রি অর্ডার 15 জানুয়ারি থেকে আর এই ফোনটি 24 জানুয়ারি কেনা যাবে। Lenovo Z5 Pro GT স্মার্টফোনটি কার্বন ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে।

Lenovo Z5 Pro GT ফোনটির স্পেসিফিকেশান

ডুয়াল সিম যুক্ত এই Lenovo Z5 Pro GT ফোনটি ZUI নির্ভর অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ে চলে। আর এই ফোনে 6.39 ইঞ্চির (1080×2340 পিক্সাল) FHD+Super AMOLED ডিসপ্লে যুক্ত যার অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 92.6 %। স্ক্রিন প্রোটেকশানের জন্য এই ফোনে কর্নিং গ্লাস দেওয়া হয়েছে। আর স্পিড আর মাল্টিমিডিয়া টাস্কের জন্য এই ফোনে স্ন্যাপড্র্যাগন 855 SoC দেয়া হয়েছে। আর এই ফোনটি 6GB/8GB/12GB র‍্যাম অপশানে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটি 128GB/256GB/512GB স্টোরেজ যুক্ত আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত স্টোরেজ এক্সপেন্ড করা যাবে।

ছবি তোলার জন্য Z5 Pro GT ফোনটির ব্যাকে দুটী রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনে একটি 16MP র সোনি IMX সেন্সার 19 সেন্সার আছে আর অন্য সেন্সারটি 24MPP র। আর এই ফোনে ফ্রন্টেও দুটি ক্যামেরা আছে এই দুটি হল 16MP আর 8MP র ক্যামেরা।

কানেক্টিভিটির ক্ষেত্রে এই ফোনে ওয়াইফাই 802.11S,4G Lte, ব্লুটুথ ভার্সান 5.0 ইত্যাদি দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে 3,350mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo