জিও ইউজার্সরা OnePlus6T কিনলে 5,400 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন

HIGHLIGHTS

রিলায়েন্স জিও জানিয়েছে যে জিও ইউজার্সরা 299 টাকার প্রথম রিচার্জে 150 টাকার 36টি ভাউচার মাইজিও অ্যাপে পাবে

জিও ইউজার্সরা OnePlus6T কিনলে 5,400 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন

ভারতে OnePlus6T লঞ্চ হওয়ার আগে রিলায়েন্স জিও জানিয়েছে যে OnePlus আর জিও ইউজার্সদের চুক্তি অনুসারে স্পেশাল অফার নিয়ে আসা হয়েছে আর এটি “জিও আনলক দ্যা স্পিড’ নামে পাওয়া যাবে। আর এই অফারে ইউজার্সরা 299 টাকার প্রথম রিচার্জে 5,400 টাকার ক্যাশব্যাক পাবে আর এই ক্যাশব্যাক মাইজিও অ্যাপে 150 টাকার 36টি ভাউচারে পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus6T লঞ্চ অফার

টেলিকম কোম্পানিটি বলেছে যে তাদের ভাউচারের ব্যাবহার 299 টাকার পরবর্তী রিচার্জে করা যাবে আর এক্ষেত্রে প্ল্যানের দাম কম করে 149 টাকা হবে। আর এই প্ল্যানে ইউজার্সরা 28 দিনের জন্য প্রতিদিন 3GB 4G ডাটা, আনলিমিটেড ভয়েস কল, SMS আর জিও প্রিমিয়াম অ্যাপের অ্যাক্সেস পাবে।

সেলে OnePlus অ্যামাজন ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছে আর অ্যামাজনে OnePlus 6T ফোনটি ডেডিকেটেড পেজ বানানো হয়েছে। 1 নভেম্বর এই ডিভাইসটি অ্যামাজন ইন্ডিয়াতে কেনা যাবে আর এর আগে এই ডিভাইসটি প্রি বুকিঙ্গের জন্য পাওয়া যাবে।

সেলে সময়ে OnePlus6T ফোনটি অ্যামাজনে বেশ কিছু অফারের সঙ্গে পাওয়া যাবে। এখানে ইউজার্সরা 5,400 টাকার ক্যাশব্যাক,ICIC ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে 2,000 টাকার ইন্সট্যান্ট ডিস্কাউন্ট অফার করবে। আর এছাড়া সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে 1 থেকে 5 নভেম্বরের মধ্যে এই ডিভাইসটি কেনা যায় তবে অ্যামাজন পে অপশানে 1,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। আর OnePlus6T ফোনটি অ্যামাজন ইন্ডিয়া ছাড়া কোম্পানির ওয়েবসাইট থেকে আর কোম্পানির রিটেল স্টোর্স থেকে কেনা যাবে।

OnePlus6T ফোনটি এই দামে লঞ্চ করা হতে পারে

আমরা যদি OnePlus6T ফোনটির দাম দেখি তবে এই ফোনটির দাম ভারতে 6GB+128GB ভেরিয়েন্টের দাম $549(40,277টাকা আনুমানিক হতে পারে) আর এই ফোনটির 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম $578(42,400টাকা প্রায়) হতে পারে আর এর সঙ্গে এই ফোনটির 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম $629(46,100টাকা প্রায়০ হতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo