50MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিং সহ iQoo 8 এবং iQoo 8 Pro লঞ্চ, জানুন দাম

50MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিং সহ iQoo 8 এবং iQoo 8 Pro লঞ্চ, জানুন দাম
HIGHLIGHTS

50MP ক্যামেরা iQoo 8 এবং iQoo 8 Pro লঞ্চ

iQOO 8 মডেলের 8GB+128 GB মডেলের দাম 43,600 টাকা

iQOO 8 মডেলে রয়েছে 6.5 inch FHD+AMOLED ডিসপ্লে। Snapdragon888 চিপসেট

iQOO 8 এবং iQOO 8 Pro  ফ্ল্যাগশিপ চিনে লঞ্চ করে গিয়েছে। iQOO 7 সিরিজের আপগ্রেড ভার্সন হিসেবে এই মডেল দুটি বাজারে আনা হয়েছে। নতুন এই iQOO ফ্ল্যাগশিপে রয়েছে একটি পাঞ্চ-হোল ক্যামেরা। এছাড়া রয়েছে একটি আয়তক্ষেত্রাকার রিয়ার ক্যামেরা। এই মডেল দুটি অবশ্যই পাওয়া যাচ্ছে BMW M Motorsport এডিশনে। iQOO 8 Pro মডেলে রয়েছে 2K E5 Samsung  AMOLED ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 888 প্লাস SoC। এছাড়া এই মডেলে রয়েছে 4,500mAh ব্যাটারি। এছাড়া রয়েছে 120W fast charging ব্যাবস্থা। এগুলি ছাড়াও রয়েছে 50W Wireless charging ব্যাবস্থা। অন্যদিকে iQOO 8 মডেলে রয়েছে 6.5 inch FHD+AMOLED ডিসপ্লে। Snapdragon888 চিপসেট এবং 48MP প্রাইমারি সেন্সর।

iQOO 8  এবং iQOO 8 Pro মডেলের দাম-

  • iQOO 8 মডেলের 8GB+128 GB মডেলটির দাম চিনে RMB 3,799। ভারতীয় মুদ্রায় যা 43,600 টাকা।
  • iQOO 8 মডেলের 12GB+256GB মডেলটির দাম চিনে RMB 4,199। ভারতীয় মুদ্রায় যা 48,200 টাকা।

এই মডেলগুলি পাওয়া যাবে লিজেন্ডারি এডিশনে সঙ্গে BMW M Motorsport কালারে এবং পাওয়া যাবে ব্ল্যাক কালার অপশনে।

  • iQOO 8 Pro  মডেলের 8GB+256GB স্টোরেজ মডেলটির দাম চিনে RMB 4,999। ভারতীয় মুদ্রায় যা  57,300 টাকা।
  • iQOO 8 Pro  মডেলের 12GB+256GB স্টোরেজ মডেলটির দাম চিনে RMB 5,499। ভারতীয় মুদ্রায় যা 63,100 টাকা।
  • iQOO 8 Pro  মডেলের 12GB+256 GB স্টোরেজ মডেলটির দাম চিনে RMB 5,999। ভারতীয় মুদ্রায় যা 68, 800 টাকা।

এই মডেলগুলি পাওয়া যাবে লিজেন্ডারি এডিশনে সঙ্গে BMW M Motorsport কালারে এবং পাওয়া যাবে ট্র্যাক স্ট্রাইপড ব্ল্যাক কালার অপশনে। 

এই দুইটি ফোনই চিনে প্রি- অর্ডার প্রক্রিয়ার মাধ্যমে পাওয়া যাচ্ছে। যদিও iQOO 8 মডেলটি 24th August থেকে সেলে পাওয়া যাবে । 
iQOO 8 Pro মডেলটি 26th August থেকে সেলে পাওয়া যাবে । 

iQOO 8 মডেলের স্পেসিফিকেশন- 

  • iQOO 8 মডেলটিতে রয়েছে  6.56 inch FHD+ AMOLED ডিসপ্লে। এতে রয়েছে হাই পিক্সেল রেজোলিউশন।
  • ডিভাইসটির রিফ্রেশ রেট 120Hz। এছাড়া Screen-to-body ratio  হল 92.76, aspect ratio19:8:9।
  • এই ডিভাইসে রয়েছে Qualcomm Snapdragon888 Soc প্রসেসর সঙ্গে Adreno 660 GPU। 
  • এছাড়া রয়েছে 12GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ। 
  • এছাড়া রয়েছে  Android 11 version, OriginOs 1.0 
  • iQOO 8 মডেলটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48MP SONY IMX590 sensor সঙ্গে f/1.79 লেন্স।
  • 13MP পোট্রেট লেন্স f/2.46 aperture।
  • 13 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সঙ্গে f/2.2 লেন্স।
  • এতে রয়েছে 4,300mAh battery  এবং 120W ফাস্ট চার্জিং
  • এর সঙ্গে রয়েছে Bluetooth, 4G,5G connectivity, ডুয়াল ব্যান্ড, টাইপ-সি পোর্টের সুবিধা। 

iQOO 8 Pro মডেলের স্পেসিফিকেশন-

  • এই মডেলে রয়েছে  6.78 inch 2K Samsung E5 AMOLED ডিসপ্লে।
  • এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। 20:9 aspect ratio, 92.2% Screen-to-body ratio, 517PPI ।
  • এছাড়া রয়েছে HDR10+ Dolby ভিশন, 1.07 বিলিয়ন কালারস, DCI-P3 color gamut
  • এতে রয়েছে Qualcomm Snapdragon888 Soc প্রসেসর সঙ্গে Adreno 660 GPU।
  • এছাড়া রয়েছে 12GB LPDDR5 RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ। 
  • এছাড়া রয়েছে  Android 11 version, OriginOs 1.0 
  • এতে রয়েছে 4,300mAh ব্যাটারি এবং 120 W fast charging, 50W fast ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং।
  • এতে রয়েছে 50MP SONY IMX590 sensor সঙ্গে f/1.75 aperture 
  • এতে রয়েছে 48 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সঙ্গে f/2.2 aperture
  • 16MP পোট্রেট লেন্স f/ 2.23 aperture
  • 16MP snapper, ফ্রন্ট ক্যামেরা হিসেবে, aperture f/2.4 
  • এর সঙ্গে রয়েছে Bluetooth, 4G,5G connectivity, ডুয়াল ব্যান্ড, টাইপ-সি পোর্টের সুবিধা।

Digit.in
Logo
Digit.in
Logo