প্রকাশ্যে এল iQOO 15 Ultra ফোনের লঞ্চ টাইমলাইন, ক্যামেরা, প্রসেসর সহ একাধিক তথ্য, জানুন কবে আসবে বাজারে

প্রকাশ্যে এল iQOO 15 Ultra ফোনের লঞ্চ টাইমলাইন, ক্যামেরা, প্রসেসর সহ একাধিক তথ্য, জানুন কবে আসবে বাজারে

আইকিউ চীনে আনুষ্ঠানিকভাবে তাদের আগামী হাই-এন্ড স্মার্টফোন iQOO 15 Ultra-এর টিজিং শুরু করে দিয়েছে। কোম্পানি গত অক্টোবর মাসে চীনে আইকিউ 15 লঞ্চের সময় এই ফোনের ইঙ্গিত দিয়েছিল। এখন আপকামিং আইকিউ 15 আল্ট্রা ফোনের প্রথম অফিসিয়াল পোস্টার রিলিজ করা হয়েছে, যেখান থেকে এই ফোনের লঞ্চের বিষয় জানা গেছে। টিজার পোস্টার অনুযায়ী, নতুন আইকিউ 15 আল্ট্রা ফোনটি চীনা নববর্ষের আগেই লঞ্চ করা হবে, যা 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অনুমান করা হচ্ছে যে আইকিউ 15 আল্ট্রা ফোনটি হয় জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে কোনো এক সময় ঘোষণা করা হতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

যদিও ব্র্যান্ডের তরফে এখনও কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি, তবে লঞ্চটি খুব কাছাকাছি বলেই মনে হচ্ছে। Gizmochina এর রিপোর্ট অনুযায়ী, ভিভো-র নতুন স্মার্টফোন, যার মডেল নম্বর V2545A, সম্প্রতি চীনের SRRC সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে অনুমোদন পেয়েছে। যদিও সার্টিফিকেশনে ফোনের অফিসিয়াল নামের উল্লেখ করা হয়নি, তবে খবর অনুযায়ী এই মডেলটি আইকিউ 15 আল্ট্রা হতে পারে।

আরও পড়ুন: Jio Vs Airtel Vs Vi: জিও, এয়ারটেল নাকি ভি, 300 টাকার কম দামে কার রিচার্জ প্ল্যান সেরা, দেখুন তুলনা

iQOO 15 Ultra ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে

ফিচারের কথা বললে, আইকিউ 15 আল্ট্রা ফোনটি বিশেষ করে গেমার, স্ট্রিমার করা এবং মোবাইল প্লেয়ারদের কথা মাথায় রেখে আনা হবে। ফোনকে গেমিংয়ের ক্ষেত্রে আরও শক্তিশালী তৈরি করতে এতে গেমিং শোল্ডার ট্রিগার এবং একটি অ্যাক্টিভ কুলিং ফ্যান থাকার সম্ভাবনা রয়েছে।

স্পেসিফিকেশনের দিক থেকে, আইকিউ 15 আল্ট্রা ফোনে আইকিউ 15-এর মতোই ফিচার অফার করা হবে বলে আশা করা হচ্ছে। এতে একটি 6.85-ইঞ্চি ফ্ল্যাট LTPO AMOLED ডিসপ্লে থাকতে পারে, যা 2K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ আসবে বলে মনে করা হচ্ছে।

ডিভাইসটিতে প্রায় 7000mAh ব্যাটারি, 100W ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং থাকারও খবর রয়েছে। ফটোগ্রাফির জন্য, আইকিউ 15 আল্ট্রা ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা রয়েছে, যার তিনটি সেন্সরই 50MP রেজোলিউশন দেবে।

আরও পড়ুন: বছরের শুরুতেই BSNL এর ধামাকা, নেটওয়ার্ক না থাকলেও বিনামূল্যে করা যাবে কলিং

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo