ভারতে আজ আসছে iQOO 15 স্মার্টফোন, লঞ্চের আগেই জানুন কত হবে দাম এবং স্পেসিফিকেশন

HIGHLIGHTS

iQOO 15 আজ 26 নভেম্বর ভারত এবং বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে

আপকামিং আইকিউ 15 ফোনটি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেটে কাজ করবে বলে নিশ্চিত করা হয়েছে

আইকিউও 15 এর ভারতীয় দাম লঞ্চের আগেই প্রকাশ করা হয়েছে

ভারতে আজ আসছে iQOO 15 স্মার্টফোন, লঞ্চের আগেই জানুন কত হবে দাম এবং স্পেসিফিকেশন

iQOO 15 আজ 26 নভেম্বর ভারত এবং বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে। আপকামিং আইকিউ 15 স্মার্টফোনটি গত অক্টোবর মাসে চীনে লঞ্চ করা হয়েছিল, যা iQOO 13 ফোনের সাক্সেসার হিসেবে আসবে। তবে লঞ্চের আগেই কোম্পানি আপকামিং হ্যান্ডসেট সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। আপকামিং আইকিউ 15 ফোনটি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেটে কাজ করবে বলে নিশ্চিত করা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আইকিউ 15 এর গ্লোবাল ভ্যারিয়্যান্টে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সহ 2K রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। ইতিমধ্যে, লিক থেকে আমরা একটি ধারণা তৈরি করতে পেরেছি যে আগামী আইকিউ 15 ফোনটি কেমন হবে। আসুন আইকিউ 15 ফোনের লঞ্চের তারিখ, ভারতে লিক প্রাইস, ফিচার, স্পেসিফিকেশন এবং আরও কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক।

iQOO 15 ভারতে লঞ্চ তারিখ কখন এবং কবে

ভারতে আইকিউ 15 লঞ্চ হবে 26 নভেম্বর। আপনি আইকিউ 15 ইন্ডিয়া লঞ্চটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পারবেন।

আরও পড়ুন: 17 হাজার টাকার বড় ছাড় Samsung এর প্রিমিয়াম 5G স্মার্টফোনে, দেখে নিন কোথায় পাবেন ডিল

ভারতে আইকিউ 15 ফোনের দাম কত হবে

দামের কথা বললে, আইকিউও 15 এর ভারতীয় দাম লঞ্চের আগেই প্রকাশ করা হয়েছে। একজন টিপস্টার ইঙ্গিত দিয়েছেন যে 12GB+256GB মডেলের দাম 72,999 টাকা এবং 16GB+512GB মডেলের দাম 79,999 টাকা হতে পারে। এটি অ্যামাজনে দুটি রঙে আলফা এবং লেজেন্ড বিকল্পে আসবে।

ফোনের প্রি-বুকিং 20 নভেম্বর থেকে শুরু হয়েছে। কোম্পানি জানিয়েছে যে প্রি-বুকিং করলে গ্রাহকরা 1899 টাকা দামের একটি বিনামূল্যে iQOO TWS পাবেন, সাথে 12 মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টিও থাকবে।

আইকিউ 15 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে আইকিউ 15 রয়েছে 6.85-ইঞ্চি Samsung M14 AMOLED ডিসপ্লে যার 2K রেজোলিউশন ডলবি ভিশন সহ, 130Hz স্ক্রিন স্যাম্পলিং রেট, 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট রয়েছে।

কোম্পানি নিশ্চিত করেছে যে ফোনে একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেট থাকবে যা 3nm প্রসেসে তৈরি, যার AnTuTu স্কোর 4 মিলিয়নেরও বেশি হবে। এটি সুপারকম্পিউটিং Q3 চিপের সাথে পেয়ার করা। ফোনে সবচেয়ে বড় 8000mm স্কয়ার VC কুলিং সিস্টেমও থাকবে।

ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। সামনের দিকে, সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

এটিতে 7000mAh ব্যাটারি রয়েছে যা 100W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য ফোনটি IP68+69 রেটিং সহ আসে।

আরও পড়ুন: Moto G57 Power 5G vs Redmi 15 5G Compare: 7000mAh ব্যাটারি সহ মোটো নাকি রেডমি কোন স্মার্টফোন হবে বেশি শক্তিশালী

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo