Intex Aqua Prime 4G সেলফি ফ্ল্যাশের সঙ্গে হল লঞ্চ, দাম Rs.6,555

HIGHLIGHTS

Intex Aqua Prime 4G একটি বাজেট স্মার্টফোন

Intex Aqua Prime 4G সেলফি ফ্ল্যাশের সঙ্গে হল লঞ্চ, দাম Rs.6,555

ভারতীয় স্মার্টফোন কোম্পানি Intex তাদের নতুন বাজেট স্মার্টফোন Intex Aqua Prime 4G লঞ্চ করে দিয়েছে. এটি Intex এর প্রথম স্মার্টফোন যাতে সেলফি ফ্ল্যাশ দেওয়া হয়েছে. এই ফোনটি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ডিভাইসে 8 মেগাপিক্সল রেয়ার ক্যামেরা আছে যার সঙ্গে ডুয়াল LED ফ্ল্যাশ আছে তবে এর ফ্রন্ট ক্যামেরা 2 মেগাপিক্সালের. এই ক্যামেরায় HDR মোড, প্যানোরমা মোড আর অটো ক্যাপচার মোডও আছে.

আরো দেখুন: জানুন স্যামসং গ্যালক্সি বুক সম্পর্কে

এই ফোনটি গ্রে, হোয়াইট আর শ্যাম্পেন রঙে পাওয়া যাবে. এই ডিভাইসে 5.5 ইঞ্চির স্ক্রিন আছে, যার রেজিলিউশন 1280 X 720p. এই ডিভাইসে অ্যান্ড্রয়েড মার্শমেলো 6.0 তে কাজ করে. এই ডিভাইসে 32 বিট কোয়াডকোর প্রসেসর আছে.

আরো দেখুন: Acer এর নতুন অফার, পুরনো স্মার্টফোন দিয়ে নিয়ে যান নতুন ল্যাপটপ

আরো দেখুন: এবার ফিচার ফোনেও কাজ করবে কলার ID ফিচার, truecaller এয়ারটেলের সঙ্গে হাত মেলাল

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo