বাজেট স্মার্টফোন হিসাবে INFINIX SAMART 3 PLUS লঞ্চ হল, এর স্পেক্সর অন্যান্য ডিটেল জানুন

HIGHLIGHTS

ট্রিপেল ক্যামেরার সঙ্গে Infinix Smart 3 Plus লঞ্চ হয়েছে

3,500mAh য়ের ব্যাটারি যুক্ত স্মার্টফোন এটি

ব্ল্যাক আর Cyan কালারে ফোনটি পাওয়া যাবে

বাজেট স্মার্টফোন হিসাবে INFINIX SAMART 3 PLUS লঞ্চ হল, এর স্পেক্সর অন্যান্য ডিটেল জানুন

Infinix তাদের 2019 সালের প্রথম ফোন Smart 3 Plus লঞ্চ করেছে। আর আপনাদের বলে রাখি যে এই ফোনে ট্রিপেল ক্যামেরা আছে আর এটি কিন্তু একটি সস্তার স্মার্টফোন। এর আগে এপ্রিলের প্রথমে চিনের কোম্পানি Techno ভারতে তাদের সস্তার ট্রিপেল সেটআপ ক্যামেরা ফোন নিয়ে এসেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আমরা যদি এই ফোনের স্পেশিলিটির বিষয়ে বলি তবে এতে আপআন্রা 6.21 ইঞ্চির বড় ডিসঅপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে 3,500mAH য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে ফেস আনলক সাপোর্ট আর Helio A22 প্রসেসার আছে। আর এই ফোনে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর আপনাদের বলে রাখি যে Infinix য়ের এই লেটেস্ট স্মার্টফোনে Smart 3 Plus ইউজার্সরা Flipkart থেকে কিনতে পারবেন।

Infinix Smart 3 Plus ফোনের দাম আর এটি কোথা থেকে পাওয়া যাবে

Infinix Smart 3 Plus স্মার্টফোনটি ইউজার্সরা 30 এপ্রিল থেকে অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। আর দুটি কালারে এই ফোনের একটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনের 2GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট 6,999 টাকায় কেনা যাবে। আর আপনাদের বলে রাখি যে এই ডিভাইসের 3GB র‍্যাম ভেরিয়েন্ট কোম্পানি পরে ভারতে লঞ্চ করবে।

Infinx Smart 3 Plus ফোনের স্পেসিফিকেশান

Infinix Smart 3 Plus ফোনটি কোম্পানি 6.2 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনটিতে HD+ পিক্সাল রেজিলিউশান আছে। আর কোম্পানি তাদের লেটেস্ট স্মার্টফোনটি MediaTek Helio A22 চিপসেটের সঙ্গে নিয়ে এসেছে।

আমরা যদি এই ফোনের ক্যামেরার বিষয়ে বলি তবে এই ফোনে ট্রিপ্লে রেয়ার ক্যামেরা আছে আর এই ফোনটির বৈশিষ্ট্য এই যে Smart 3 Plus ফোনটি ব্যাক সাইডে ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে একটি 2Mp একটি 13MP আর একটি লো লাইট ছবির জন্য এসেছে। আর এর সঙ্গে এই ফোনে একটি ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া হেয়ছে। আর সেখানে কোম্পানি দাবি করেছে যে ফোনটি AI, Bookeh, AI beauty  আর অন্যান্য ফিচারের সঙ্গে এসেছে। আর এই ফোনে একটি 8MP র সেলফি ক্যামেরা আছে।

Infinix Smart 3 Plus ফোনে আপনারা নতুন অ্যাপ XOS-5 চিনের ওয়েবসাইটে অ্যান্ড্রয়েড 9 Pie তে চলে। আর এতে একটি 3,500mAH য়ের ব্যাটারি আছে। আর সিকিউরিটি ফিচারে এই ফোনের ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর সেখানে কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G VoLTE ওয়াই ফাই , ব্লুটুতব, মাইক্রো USB, GPS, আর GLONASS আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo