3,000 টাকা দাম কমার পরে এবার সস্তা হল INFINIX NOTE5

3,000 টাকা দাম কমার পরে এবার সস্তা হল INFINIX NOTE5
HIGHLIGHTS

ভারতে Infinix note 5 ফোনটির প্রাথমিক দাম হল 6,999 টাকা

Infinix য়ের দুটি ভেরিয়েন্ট আছে

2018 র আগস্ট মাসে ডিভাইসটি লঞ্চ হয়েছিল

ভারতে গত কালই ইনফিনিক্স তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে আর এর মধ্যে তাদের এর আগের একটি ডিভাইস যা কোম্পানি 2018 সালে লঞ্চ করেছিল তার দাম কমেছে। এই ফোনটি হল Infinix Note 5। আর এই ফোনটির দাম 3000 টাকা কমেছে। আর এই ফোনটি এবার 6,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা যাবে। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে একটি এই ফোনের 3GB/32Gb আর একটি এই ফোনের 4GB/64GB ভেরিয়েন্ট। আর এই দামে ফোনটি ফ্লিপকার্টে দেখা গেছে।

INFINIX NOTE 5 য়ের দাম

Infinix Note 5 ফোনটির 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ এবার আপনারা 6,999 টাকায় কিনতে পারবেন। আর সেখানে এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 8,999 টাকা হয়েছে। আর এই ফোনটি লঞ্চ হওয়ার সময়ে এই ফনের দাম ছিল যথাক্রমে 9,999 টাকা আর 11,999 টাকা। তবে এই অফার লিমিটেড পিরিয়েডের জন্য বলা হলেও সেই সময়সীমা কত দিনের সেই বিষয়ে কিছু বলা হয়নি।

INFINIX NOTE 5 য়ের স্পেক্স

Infinix Note 5 ফোনটতে আপনারা 5.99 ইঞ্চির ফুল HD+ ভিউ রেজিলিউশান 1080×2160 পিক্সাল বলা হয়েছে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও আছে। আর এই ফোনটির বডি গ্লাসের আর এটি 2.5D কার্ভড গ্লাসের ফোন। আর এই ফোনে মিডিয়াটেক হেলিও P23 দেওয়া হয়েছে। ফোনে 3 আর 4GB র‍্যাম আছে।

ক্যামেরার ক্ষেত্রে Infinix note 5 ফোনে 12 মেগাপিক্সালের ক্যামেরা চাহে আর এর সঙ্গে এই ফোনের ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo