Infinix Note 40 Pro 5G Sale: 20 হাজার টাকার কম দামে 108MP ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিং

Infinix Note 40 Pro 5G Sale: 20 হাজার টাকার কম দামে 108MP ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিং
HIGHLIGHTS

Infinix ভারতে বাজারে সম্প্রতি নতুন সিরিজ Infinix Note 40 Pro 5G লঞ্চ করেছে

এই সিরিজের আওতায় দুটি নতুন ফোন Infinix Note 40 Pro+ 5G এবং Infinix Note 40 Pro 5G আনা হয়েছে

সেল চলাকালীন এই ফোনটি 20 হাজার টাকার কম দামে কেনা যাবে

জনপ্রিয় টেক স্মার্টফোন Infinix ভারতে বাজারে সম্প্রতি নতুন সিরিজ Infinix Note 40 Pro 5G লঞ্চ করেছে। এই সিরিজের আওতায় দুটি নতুন ফোন Infinix Note 40 Pro+ 5G এবং Infinix Note 40 Pro আনা হয়েছে। আজ 18 এপ্রিল ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের বিক্রি শুরু হতে চলেছে। সেল চলাকালীন এই ফোনটি 20 হাজার টাকার কম দামে কেনা যাবে। এছাড়া কোম্পানি প্রিবুকিংয়ে গ্রাহকদের ওয়্যারলেস চার্জিং কিট অফার করছে।

নতুন ইনফিনিক্স স্মার্টফোনে ফিচার হিসেবে, 16GB পর্যন্ত RAM সহ MediaTek Dimensity 7020 5G প্রসেসর দেওয়া। এটি 108-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরার সাথে আসে। আসুন জেনে নেওয়া যাক নতুন ইনফিনিক্স ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী।

আরও পড়ুন: Vivo T3x 5G: 6000mAh ব্যাটারি সহ নতুন ভিভো ৫জি ফোন ভারতে লঞ্চ, দাম 15000 টাকার কম

Infinix Note 40 Pro 5G ফোনের দাম কত এবং বিক্রি কখন

নোট ৪০ প্রো ফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্ট 8GB RAM+256GB স্টোরেজ সহ আসে। ফোনের দাম 21,999 টাকার রাখা হয়েছে। ব্যাঙ্ক অফারের আওতায় গ্রাহকরা এই ফোনের 2000 টাকার ছাড় পেতে পারেন। ছাড়ের পর ফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হবে।

ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে কেনা যাবে। নোট ৪০ প্রো দুটি কালার ভিন্টেজ গ্রীন এবং টাইটান গোল্ড অপশনে কেনা যাবে। গ্রাহকরা 5000 টাকার প্রি-অর্ডার সুবিধা পেতে পারেন।

Infinix Note 40Pro সিরিজের ফিচার এবং স্পেসিফিকেশন কী

ডিসপ্লে: ইনফিনিক্স ফোনে 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1300 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট অফার করে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য স্মার্টফোনে কোম্পানির ইনহাউস Cheetah X1 প্রসেসর দেওয়া হয়েছে।

Infinix Note 40 Pro 5G Series Sale today
পারফরম্যান্সের জন্য স্মার্টফোনে কোম্পানির ইনহাউস Cheetah X1 প্রসেসর দেওয়া হয়েছে

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য স্মার্টফোনের পিছনে 108MP সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া। পাশাপাশি, সেলফি তোলার জন্য 32MP সেলফি ক্যামেরা রয়েছে ফোনে।

ব্যাটারি: নোট 40 প্রো প্লাস 5G ফোনে 100W চার্জিং সাপোর্ট সহ 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়া নোট ৪০ প্রো ৫জি ফোনে 20W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 45W চার্জিং সাপোর্ট রয়েছে। দুটি স্মার্টফোনেই রয়েছে 5000mAh ব্যাটারি।

আরও পড়ুন: Realme P1 Pro 5G: Snapdragon 6 Gen 1 প্রসেসর এবং 50MP ক্যামেরা সহ ভারতে এল রিয়েলমির পি১ প্রো ৫জি, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo