6GB র‍্যাম আর শক্তিশালী ব্যাটারির সঙ্গে INFINIX HOTE 7 PRO ফোনটি লঞ্চ হল

HIGHLIGHTS

4000mAh য়ের ব্যাটারি যুক্ত ফোন

ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা আর 6GB র‍্যাম আছে

ফোনটির দাম 9,999 টাকা

6GB র‍্যাম আর শক্তিশালী ব্যাটারির সঙ্গে INFINIX HOTE 7 PRO ফোনটি লঞ্চ হল

ভারতে আরও একটি সস্তার ফোন এসে গেল, ভারতে Infinix Hot 7 Pro ফোনটি লঞ্চ হয়েছে আর এই ফোনটি ভারতের Redmi 7 আর Samsung Galaxy M20 ফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে। আর এই ইনফিনিক্স ফোনটি মাত্র 10,000 টাকা দামের মধ্যে 6GB র‍্যাম আর 4000mAh য়ের ব্যাটারির সঙ্গে এসেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Infinix Hot 7 Pro ফোনে 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ আছে আর এই ফোনের দাম 9,999 টাকা রাখা হয়েছে আর এই ফোনটি মিডনাইট ব্ল্যকা আর অ্যাকোয়া ব্লু কালারে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ফ্লিপকার্টে 21 জুন লঞ্চ অফারে 1,000 টাকার ডিস্কাউন্টের সঙ্গে কেনা যাবে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এই ফোনটি 6.19 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর এই ফোনে মিডিয়াটেক হেলিও P22 SoC আর 6GB র‍্যাম আছে।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন আর এই ক্যামেরা 13MP আর 2মেগাপিক্সালের ক্যামেরা নিয়ে এসেছে। আর এই ফোনে আপনারা ফ্রন্টেও ডুয়াল ক্যামেরা পাবেন আর এখানে 13+2MP ক্যামেরা দেওয়া হয়েছে।

Infinix Hot 6 Pro ফোনে আপনারা 64GB ইন্টারনাল স্টোরেজ পাবেন আর এর স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনের ব্যাটারি 4000mAh য়ের।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo