IFA 2019 য়ে একাধিক ফোন নিয়ে আসতে পারে নোকিয়া সঙ্গে থাকবে NOKIA 7.2

IFA 2019 য়ে একাধিক ফোন নিয়ে আসতে পারে নোকিয়া সঙ্গে থাকবে NOKIA 7.2
HIGHLIGHTS

IFA 2019 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে

ইভেন্টটি জার্মানির বার্নিলে হবে

আর এই ইভেন্টে নোকিয়া তাদের বেশ কিছু ফোন আনতে পারে

IFA 2019 য়ে HMD গ্লোবাল একাধিক ফোন লঞ্চ করতে পারে, আর এই ইভেন্ট জার্মানির বার্লিনে 5 সেপ্টেম্বর হবে। আর আপনাদের এর সঙ্গে এও বলে রাখি যে এই ইভেন্টে প্রথমে HMD গ্লোবাল আসবে। আর এখনও পর্যন্ত মোবাইল ফোনের নাম জানা না গেলেও এই বিষয়ে আরও জানা যাবে আর আপনাদের জানিয়ে রাখি যে Nokia_Anew র টুইটার অ্যাকাউন্ট থেকে নোকিয়া ফোনের বিষয়ে অনেক খবর জানা গেছে।

সম্প্রতি নোকিয়া তাদের ফোন Nokia 7.2 কে গিকবেঞ্চে স্পট করা হয়েছিল। গিকবেঞ্চের লিস্টিংয়ের পরে নোকিয়া 7.2 ফোনটির কিছু স্পেক্স জানা গেছে। লিস্ট অনুসারে এই ফোনে আপনারা 6GB র‍্যাম পাবেন আর ফোনে অক্টা কোর প্রসেসার যার ক্লক স্পিড 1.8 GHz য়ের সঙ্গে নোকিয়া 7.2 আসতে পারে।

এই Nokia 7.2 ফোনটির কোডনেম স্টার লর্ড আর এর সঙ্গে এই ফোনের বিষয়ে গুজবে এও শোনা গেছে যে ফোনটিতে 6.18 ইঞ্চির ফুল HD+ HDR 10+ ডিসপ্লে আর একটি U শেপড ওয়াটার ড্রপ নচ থাকতে পারে। আর এর সঙ্গে এই ফোনে আপনারা দুটি ভেরিয়েন্টে পেতে পারেন এর মধ্যে একটি 4GB র‍্যাম 64GB স্টোরেজ আর একটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের ফোন হতে পারে।

গিকবেঞ্চের লিস্টিং থেকে জানা গেছে যে ফোনে 1.8GHz অক্টা কোর প্রসেসারের সঙ্গে 6GB র‍্যাম থাকবে। আর এই ফোনটি স্ন্যাপড্র্যাগন 660 বা স্ন্যাপড্র্যাগন 710 প্রসেসার থাকতে পারে। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড পাই পেতে পারেন। আর গিকবেঞ্চে এই ফোন সিঙ্গেল কোর টেস্টে 1604 আর মাল্টিকোরে 5821 স্কোর করেছে।

HMD গ্লোবালের প্রধান প্রডিউশার Juho Sarvikas য়ের একটি সাম্প্রতিক টুইট থেকে IFA 2019 য়ের কোম্পানি জানায়। আর কোম্পানি 5 সেপ্টেম্বর বিকেল 4টের সময়ে ইভেন্ট শুরু করবে। আর রিপোর্ট অনুসারে Nokia 7.2 ফোনটিকে কোম্পানি বার্লিনের IFA 2019 য়ের সময়ে লঞ্চ করতে পারে। আর কোম্পানি জানিয়েছে যে 5 সেপ্টেম্বর IFA 2019 য়ে একটি ইভেন্ট করবে।

আর কোম্পানি এই ফোনের সঙ্গে Nokia 6.2 ফোনটিও আনতে পারে। আর আপনাদের এর সঙ্গে এও বলে রকাহি যে IFA 2019 য় 6 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর এই সময়ে অনেক বড় বড় টেক কোম্পানিই তাদের একাধিক প্রোডাক্টের কথা ঘোষনা করবে।

রিপোর্ট অনুসারে নোকিয়া ফোনে 3,500mAh য়ের ব্যাটারি থাকতে পারে যা কোয়াল্কমের কুইক চার্জ ফাস্ট চার্জ সাপোর্ট করতে পারে। আর এর সঙ্গে এই ফোনে তিনটি রেয়ার ক্যামেরা দেওয়া হতেপারে। আর এই ফোনে 48MP র ক্যামেরাও থাকতে পারে।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo