IFA 2019: NOKIA 2720 ফ্লিপ, NOKIA 800 আর NOKIA ফিচার ফোন এল

IFA 2019: NOKIA 2720 ফ্লিপ, NOKIA 800 আর NOKIA ফিচার ফোন এল
HIGHLIGHTS

IFA 2019 য়ে HMD গ্লোবাল তাদের নতুন ফিচার ফোন নিয়ে এল

Nokia 2720 ফ্লিপফোন, Nokia 800 Touch ফিচার ফোন আর Nokia 110 একটি বেসিক ফিচার ফোন

2720 ফ্লিপ আর Nokia 800 Tough KaiOS য়ে চলে আর Nokia 110 , Nokia 30+ য়ে চলে

HMD গ্লোবাল এই প্রথম IFA তে হোস্টিং করছে আর তারা নিরাশ করেনি। কোম্পানি একটি বড় রেঞ্জ নিয়ে এসেছে। এখানে তারা Nokia 7.2 ছাড়াও ফ্লিপ ফোন আর ফিচারফোনও লঞ্চ করেছে। প্রতিটি ফোনের আছে নিজস্ব আলাদা ইউনিক বিষয়। Nokia 2720 ফ্লিপ একটি ফ্লিপফোন আর Nokia 880 Touch একটি রাগড ফিচার ফোন আর সেখানে Nokia 110 একটি বেসিক ফিচার ফোন।

Nokia 2720 ফ্লিপ ফোনের স্পেসিফিকেশান আর ফিচার

Nokia 2720 ফ্লিপ ফিচার ডুয়াল ডিসপ্লের ফোন। আর এর সঙ্গে এটি এক্সটার্নাল স্ক্রিন আছে যা আপনাকে কল মেন স্ক্রিনের আগেই চেক করাবে। আর এর সঙ্গে এটি আপনাদের কারেন্ট লোকেশান দেখাবে।

Nokia 2720 ফ্লিপফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 205 প্ল্যাটফর্মে চলে আর এতে একটি 1500mAh য়ের রিমুভেবেল ব্যাটারি আছে। আর এটি KaiOS য়ে চলে। আর এই ফোনে এর সঙ্গে আছে 512GB র‍্যাম আর একটি 4GB ইন্টারনাল স্টোরেজ আর এটি 32GB পর্যন্ত স্টোরেজ যুক্ত যা মাইক্রো এসডি কার্ড দিয়ে এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ দেওয়া হয়েছে। এর সঙ্গে এটি 4G আর ইন্টারনেট শেয়ার করতে পারে আর এটি গুগল অ্যাসিস্টেন্স সাপোর্ট করে।

Nokia 800 Touch ফোনের স্পেসিফিকেশান আর ফিচার্স

নোকিয়া জানিয়েছে যে Nokia 800 এটি ডিউরেবিলিটি দিয়েছে। আর এর সঙ্গে এতে আছে হেভি ডিউটি ইউজের ক্ষমতা এটি জল, আর ডাস্ট থেকে রেজিস্ট করতে পারে। এটি IP68 রেটিং যুক্ত। আর এই নোকিয়া 800 Touch 4G LTE যুক্ত। আর এই ফোনে আপনারা প্রিলোড হোয়াটসঅ্যাপ আর ফেসবুক পাবেন। এটি গুগল অ্যাসিস্টেন্সও সাপোর্ট করে।

Nokia 800 Touch কোয়াল্কম 205 মোবাইল প্ল্যাটফর্মে চলে। আর এর সঙ্গে এতে আছ এতে আছে 512GB র‍্যাম আর 4GB ইন্টারনাল স্টোরেজ আর এর সঙ্গে এর স্টোরেজ 32GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ফোনে আছে 2100mAH য়ের ব্যাটারি আর এটি KaiOS য়ে চলে।

Nokia 110 ফোনের স্পেসিফিকেশান

এই Nokia 110 ফোনটিতে আপনারা একটি বেসিক ফিচার ফোন হিসাবে পাবেন। আর এই ফনে আছে ‘ফ্যান ফেভারিট” স্নেক গেম আর এই ফাইন ট্রাই আর বাইক গেমও আছে। আর এই ফোনটি 14 ঘন্টার টক টাইম একবারের চার্জে দেয় বলা হয়েছে।

Nokia 110 ফোনে নোকিয়া 30+ সিরিজের। আর এই ফোনে আছে 4GB রোম আর 4GB র‍্যাম। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 32GB পর্যন্ত স্টোরেজ পাবেন। আর এর রিমুভেবেল ব্যাটারি 800mAh য়ের।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo