IFA 2019: আসুস ROG ফোন 2 র আলটিমেট এডিশান লঞ্চ হল

IFA 2019: আসুস ROG ফোন 2 র আলটিমেট এডিশান লঞ্চ হল
HIGHLIGHTS

1TB স্টোরেজের সঙ্গে নতুন মডেল এল

দাম €1,119

অক্টোবর থেকে এটি বিক্রি শুরু হতে পারে

আসুস তাদের ROG ফোন 2 স্মার্টফোনের ফ্ল্যাগশিপ ভেরিয়েন্ট এনেছে যা আলটিমেট এডিশান নামে এসেছে। এই ফোনের দাম শুরু হচ্ছে €1,119 থেকে। আর এটি 1TB স্টোরেজে এসেছে আর এটি গেমিং স্মার্টফোনের বেস ভার্সান।

আসুস গত বছর ROG ফোনের মতন তাদের ROG Phone 2 য়ের পার্ফর্মেন্সের দিকটিও খেয়াল রাখছে। আর এটি প্রথম স্মার্টফোন যা স্ন্যাপড্র্যাগন 855+ SoC র সঙ্গে আসবে আর এটি গ্রাফিক্স 15 শতাংস ইঙ্ক্রিজ করে। আর এই স্মার্টফোনে 12GB র‍্যাম আর 512GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনে এর আগের ফোনের মতন 3D ভেপার চেম্বার আর কুলিং মেকানিজাম রাখা হয়েছে।

আমরা যদি এই ROG Phone 2 য়ের ডিসপ্লের বিষয়টি দেখি তবে এবার এটি 20 Hz 6.59-inch FHD+  আপগ্রেটেড ডিসপ্লের সঙ্গে এসেছে যা 2340×1080 পিক্সাল যুক্ত। আর এই ফোনের বেশ কিছু ডিসপ্লে কাটআউট নচ দেখা জায়নি আর এই ডিভাইসের ওপরে আর নিচে ডুয়াল স্পিকার ইউনিট ফিক্স করা হয়েছে। আসুস টাচস্ক্রিন রেট 240Hz পর্যন্ত এক্সপেন্ড করেছে।

ROG Phone 2 র একটি বড় আপগ্রেটেড বড় শক্তিশালী ব্যাটারি আছে যা 6,000 mAh যুক্ত আর এটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে এর আগে ফোনের মতন একই স্পেক্স দেওয়া হয়েছে। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে।

আর এলিট আর আলটিমেট ভার্সানে প্রধান পার্থক্য স্টোরেজ ক্যাপাসিটির, 2Gbps ডাউনলোড স্পিড আর cat 20 4G LTE আর ফোনের মেট ব্ল্যাক ফিনিস আছে।

আসুস ROG PHONE 2 র দাম

এই ROG ফোন 2 র এলিট ভার্সানে আপনারা 12GB র‍্যাম আর 512GB স্টোরেজ পাবেন আর এর দাম হবে €899। আর এই ভার্সানের শিপিং এই মাসের শেষে গ্লোবালি শুরু হবে। আর এবার আমরা যদি আল্টিমেট এডিশানের বিষয়ে বলি তবে 12GB র‍্যাম আর 1TB স্টোরেজ আছে জার দাম €1,119 রাখা হয়েছে। এটি অক্টোবরের প্রথমে বিক্রি করা হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo