MedaiTek Helio A22 SoC র সঙ্গে লঞ্চ হল Huawei Y6 Prime(2019) লঞ্চ হল

HIGHLIGHTS

সম্প্রতি হুয়াওয়ে তাদের Huawei Y6 Prime(2019) তিনটি দারুন কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে আর এটি একটি বাজেট ফোন এর দাম প্রায় 10 হাজার টাকা হতে পারে

MedaiTek Helio A22 SoC র সঙ্গে লঞ্চ হল Huawei Y6 Prime(2019) লঞ্চ হল

হাইলাইট

  • Huawei Y6 Prime(2019) ফোনটিতে MedaiTek Helio A22 SoC আছে
  • এই ফোনে সেলফি টোনিং ফ্ল্যাশ 2.0 আছে
  • 19:5:9 ডিসপ্লের ফোন

 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সম্প্রতি স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে তাদের লেটেস্ট স্মার্টফোন Huawei Y6 Prime(2019) পাকিস্তানে লঞ্চ করেছে। চিনের কোম্পানি Y6(2019) য়ের বিষয়ে বলার পরে এই ফোনটি লঞ্চ করেছে। আর সেখানে এর নামে “Prime” শব্দটি দেওয়া হয়েছে আর এথেকে বোঝা যাচ্ছে যে Y6(2019) য়ে কিছু পরিবর্তন করে এই নতুন ডিভাইসে Huawei Y6 Prime বলা হয়েছে। এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9 আর এতে ডিউড্রপ নচ দেওয়া হয়েছে। ফোনে আউট অফ দ্যা বক্স অ্যান্ড্রয়েড 9.0 পাই নির্ভর EMUI 9.0 আছে। আর এই ফোনে মিডিয়াটেক হেলিও A22 প্রসেসার দেওয়া হয়েছে।

Huawei Y6 Prime(2019) য়ের দাম

তিনটি কালার ভেরিয়েন্টে এই Huawei Y6 Prime(2019) ফোনটি এসেছে, আপাতত এই ফোনের দামের বিষয়ে জানানো হয়নি। সেখানে পাকিস্তানের ব্লগ ProPakistani.pk অনুসারে Huawei Y6 Prime(2019) য়ের দাম পাকিস্তানের মুদ্রায় 21,499 টাকা মানে প্রায় 10,600 টাকার কাছাকাছি হবে। আর এর সগে কোম্পানি পাকিস্তানের ওয়েবসাইটের লিস্টিং অনুসারে এই ডিভাইসের অ্যাম্বার ব্রাউন, মিডনাইট ব্ল্যাক আর সাফায়ার ব্লু কালারে পাওয়া যাবে। আর সেখানে ভারতে এই ফোনের আশার ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

Huawei Y6 Prime(2019) য়ের স্পেসিফিকেশান

কোম্পানি Y6 Prime(2019) ফোনটির অফিসিয়াল লিস্টিং অনুসারে এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর EMUI 9.0 আছে আর এতে 6.09  ইঞ্চির HD+(720x1560p) ডিসপ্লে 19:5:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে আসবে। আর এই ফোনে মিডিয়াটেক হেলিও A22 প্রসেসারের সঙ্গে 2GB র‍্যাম দেওয়া হয়েছে। আর এই ফোনের ইনবিল্ড স্টোরেজ 32GB আর এই স্টোরেজকে 512GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যাবে। এই ফোনে 3020mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে এই Huawei Y6 Prime(2019) ফোনে আপনারা একটি f/1,8 অ্যাপার্চারের 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা পাবেন। আর ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা আছে। আর এই ফোনে টোনিং ফ্ল্যাশ 2.0 আছে। আর কানেক্টিভিটিতে এই ফোনে 4G LTE, Wi-Fi ব্লুটুহ , GPS/A- GPS, FM রেডমি আর মাইক্রো USB পোর্ট আছে। আর এই ফোনের পেছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। এই ফোনে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, গ্র্যাভিটি সেন্সার আর প্রক্সিমিটি সেন্সার আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo