Huawei P30 Pro Leica র কোয়াড ক্যামেরা সিস্টেম, আর P30 তিনটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল

Huawei P30 Pro Leica র কোয়াড ক্যামেরা সিস্টেম, আর P30 তিনটি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

Huawei P30 আর P30 Pro দুটি ফোনেই হুয়াওয়ের সুপার স্প্রেক্ট্রাম সেন্সার RYYB বায়ার ফিল্টার আর গ্রিন পিক্সালের সঙ্গে এসেছে

হাইলাইট

  • Huawei P30 আর P30 Pro লঞ্চ হল
  • দুটি ফোনেই সুপার স্প্রেক্ট্রাম সেন্সার RYYB বায়ার ফিল্টারের সঙ্গে আছে
  • P30 Pro 3X অপ্টিকাল জুম, 5X হাইব্রিড জুম আর 50X টাইম ডিজিটাল জুম যুক্ত

 

বিগত বেশ কিছু দিনের লিক আর বিভিন্ন রিপোর্টের পরে অবশেষে Huawei P30 আর P30 Pro স্মার্টফোন দুটি প্যারিসের একটি ইভেন্টে লঞ্চ হয়েছে। আর যেমন আশা করা হয়েছিল তেমনি এই ফোন গুলি “Rule breking Photography” আর “powerful videography” র সঙ্গে এসেছে। চিনা এই স্মার্টফোন কোম্পানি বলেছে যে Huawei P30 সিরিজ কোম্পানির সব থেকে শক্তিশালী ক্যামেরার স্মার্টফোন হিসাবে এসেছে বলে জানিয়েছেন। এই ফজনে সুপার স্প্রেক্ট্রাম সেন্সার, অপ্টিকাল সুপার জুম লেন্স নতুন time of Flight (TOF) ক্যামেরার ফোন। আর এই ফোনের OIS আর AIS অনেক ভাল স্টেবিলাইজ প্রযুক্তির সঙ্গে এসেছে বলা হয়েছে।

Huawei ফোনের ক্যামেরা

Huawei P30 ফোনে লাইকা ট্রিপেল ক্যামেরা সিস্টেম 40MP মেন ক্যামেরার সঙ্গে সুপার স্প্রেক্ট্রাম সেন্সার f/1.8 অ্যাপার্চার, 16MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা f/2.2 অ্যাপার্চার আর 8MP র টেলিফটো ক্যামেরা f/2.4 অ্যাপার্চারের সঙ্গে এসেছে। আর অন্য দিকে ফোনের ফ্রন্টে 32MP র ক্যামেরা AI HDR+ যুক্ত। Huawei P30 Pro ফোনে লাইকা কোয়াড ক্যামেরা সেটআপ 40MP মেন ক্যামেরা f/1.6 অ্যাপার্চারের সঙ্গে, আর 20MP র আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা f/2.2 অ্যাপার্চার আর একটি 8MP র টেলিফটো ক্যামেরা 5X টেলিফটো লেন্স f/3.4 অ্যাপার্চার আর টাইম অফ ফ্লাইট (TOF) ক্যামেরার সঙ্গে 32MO ফ্রন্ট ক্যামেরা AI HDR+ য়ের সঙ্গে এসেছে।

যেমন বলা হয়েছে দুটি ফোনেই Huawei সুপার স্প্রেক্ট্রাম সেন্সার আছে। আর ট্র্যাডিশানাল RGB সেন্সারের বদলে এই সুপার স্প্রেক্ট্রাম সেন্সারে RYYYB ফিল্টার দেওয়া হয়েছে আর সঙ্গে গ্রিন পিক্সাল আছে যা ইয়েলো পিক্সাল কে রিপ্লেস করছে কোম্পানি দাবি করেছে যে এই সেন্সার 40 % বেশি লাইট নিতে পারে আর এর ISO রেটিং Huawei P30 আর P30 Pro ফোনে যথাক্রমে  204,800 আর 409,600 তে আছে।

Huawei সুপার জুম লেন্স 3X অপ্টিকাল জুম, 5X হাব্রিড জুম আর 50X টাইম ডিজিটাল জুম এই P30 সিরিজ ফোনে আছে। দুটি ফোনেই AIS আর OIS আছে আর যা লো লাইটে ভাল ইমেজ ডেলিভার করে। দুটি ফোনেই ফ্ল্যাশ, কালার টেম্পার আর ফ্লিকার সেন্সার আছে তবে P30 একটি অ্যাডিশানাল লেজার ট্রান্সমিটার যুক্ত।

হুয়াওয়ে বলছে যে এই ক্যামেরা 4K 60fps স্পিডে নিতে পারে। আর এই ফোনের Ai মুভি এডিটার ব্যাক্রগাউন্ড ও অন্যান্য ডিটেল নিজে থেকে ডিটেকড করে।

ডিসপ্লে

Huawei P30 ফোনে 6.1 ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে( DCI-p3 HDR ) এর রেজিলিউশান 2340×1080 পিক্সাল আর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর অন্য দিকে Huawei P30 Pro ফোনে 6.47 ইঞ্চির ফুল HD+ কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হয়েছে (DCi-P3 HDR) আর এর রেজিলিউশান 2340×1080 পিক্সাল, আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9।

এই ফোনটি অ্যাম্বার সানরাইস, অরোরা ব্ল্যাক আর স্পেশাল ব্রেথিং ক্রিস্টাল কালারে এসেছে। আর এই ফোন দুটির ব্যাকে নটি ন্যানো অপ্টিকাল কালার ফিনিশ আছে। Huawei P30 Pro তে অ্যাকোস্টিক ডিসপ্লে টেকনলজি দেতা হয়েছে (Huawei P30 তে রেগুলার ইয়ারপিস আছে)। দুটি ফোনেই EMUI 9.1 আছে আর এই দুটি অ্যান্ড্রয়েড 9.0 পাই তে চলে।

হার্ডওয়্যার

P30 আর P30 Pro ফোনে 7nm kirin 980 প্রসেসার আছে আর ডুয়াল NPU যুক্ত, আর এদের আলাদা র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট আছে। P30 ফোনটিতে 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে আর P30 Pro ফোনে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে, 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ আছে আর এই ফোনে 8GB র‍্যাম আর 512GB স্টোরেজ আছে। দুটি ফোনেই গ্রাফিক কুলিং সিস্টেম আছে। P সিরিজের ফোনে ইন ডিসপ্লে অপ্টিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আহে আর কোম্পানি দাবি করেছে যে এটি 30% দ্রুত।

আর এবার যদি আমরা ব্যাটারির বিষয়ে বলি তবে P30 Pro ফোনে 4,200mAh য়ের ব্যাটারি আছে আর এটি ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। প্রো ভেরিয়েন্টে 40W ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর 15w ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে। P30 ফোনটিতে 3,600mAh য়ের ব্যাটারি আছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর এটি ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে না।

দাম

Huawei P30 র দাম 799 ইউরো(প্রায় 62,200 টাকা) আর প্রো ভেরিয়েন্টের দাম শুরু হচ্চছে 999 ইউরো(প্রায় 78,000 টাকা) আর এটি এই ফোনের 128GB ভেরিয়েন্টের দাম। 256GB আর 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1099 ইউরো(প্রায় 85,600 টাকা) আর 1249 ইউরো (97,000 টাকা)

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo