HIGHLIGHTS
Huawei P30 অক্টা কোর কিরিন 980 SoCর সঙ্গে দেখা গেছে
এই ফোনে নতুন দুটি ভেরিয়েন্ট আসতে পারে
ফোনটি 50X ডিজিটাল জুমের সঙ্গে আসবে
হুয়াওয়ের নতুন স্মার্টফোন Huawei P30 Pro ফোনটি সম্প্রতি স্পট করা হতেচগে। এই ফোনটির নতুন 12GB র্যাম ভেরিয়েন্ট আসতে পারে। আর এর সঙ্গে এই ফোনের একটি 6GB র্যাম মডেল আছে। আর এই ফোনে আপনারা 12GB র্যাম মডেলটি TENA তে দেখা গেছে। আর এই ফোনটি তাড়াতাড়ি চিনে আসতে পারে।
Surveyআর এখনও পর্যন্ত এই ফোনটি শুধু তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায়। এর মধ্যে একটি 128GB ,256GB আর 512GB স্টোরেজ ভেরিয়েন্ট আছে। আর এই ফোনে আপনারা 6GB র্যাম আর 12GB র্যামে পাবেন। আর এই ফোনের বিষয়ে Gizmochina থেকে জানা গেছে। আর এই ফোনের স্পেক্স আর ফিচারস এর আগের ভেরিয়েন্টের মতনই।
এই হুয়াওয়ে ফোনে আপনারা 6.47 ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। আর এই ফোনে 8GB র্যাম আর 256GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটিতে আপনারা অক্টা কোর কিরিন 980 প্রসেসার আর মালি G76 GPU পাবেন। আর এই ফোনে অক্টা কোর কিরিন 980 প্রসেসার আছে। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন।
P30 Pro ফোনে আপনারা 40MP+2MP+20MP র ক্যামেরা পাবেন আর এই ফোনে এর সঙ্গে একটি 8P র ক্যামেরা আছে। ফোনটি TOF ক্যামেরা যুক্ত।
ফোনে 4,200mAh য়ের ব্যাটারি আছে আর এই ফোনটী IP68 প্রোটেকশান যুক্ত।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।