Huawei P30 Pro আর P30 Lite স্মার্টফোন দুটি ভারতে লঞ্চ হল, দাম 71,990 টাকা

Huawei P30 Pro আর P30 Lite স্মার্টফোন দুটি ভারতে লঞ্চ হল, দাম 71,990 টাকা
HIGHLIGHTS

Huawei P30 Pro ভারতে 71,990 টাকায় লঞ্চ হয়েছে

Huawei P30 Lite র প্রাথমিক দাম 19,990 টাকা

লাইট দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে

আজকে Huawei ভারতে তাদের ফোন P30 Pro আর P30 Lite লঞ্চ করেছে। আর এই দুটি স্মার্টফোন অ্যামাজন ইন্ডিয়াতে বিক্রি করা হবে। P30 Pro স্মার্টফোনটির দাম 71,990 টাকা রাখা হয়েছে আর সেখানে P30 Lite ফোনটির দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 19,990 টাকা আর 22,990 টাকা। আর জিও ফোন ইউজার্সরা এই ডিভাইসটি কিনলে 2200 টাকার ক্যাশব্যাকে পাবেন আর এই ডিভাইসটি নো কস্ট EMI তে কেনা যেতে পারে। আর P30 Pro ফোনটির সঙ্গে এক্সট্রা 2000 টাকার দিলে ইউজার্সরা Huawei Watch GT ও পেতে পারেন এমনিতে যার দাম 15,990 টাকা।

Huawei P30 Pro

এই Huawei P30 Pro ফোনটিতে আপনারা 6.47 ইঞ্চির ফুল HD+ (1080x2340p) OLED ডিসপ্লের সঙ্গে 19:5:9 অ্যাসপেক্ট রেশিওর সঙ্গে পাওয়া যাবে। আর এই ডিভাইসে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। Huawei P30 Pro ফোনে আপনারা 8GB র‍্যামের সঙ্গে 256GB স্টোরেজ পাবেন আর সেই সঙ্গে এই ফোনে অক্টা কোর কিরিন 980 প্রসেসার আছে যা মালি G6 GPU যুক্ত। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর EMUI 9.1 য়ে চলে।

P30 Pro ফোনে আপনারা একটি 32মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এর অ্যাপার্চার f/2.0। আর এই ডিভাইসে আপনারা 40 মেগাপিক্সলাএর প্রাইমারি সেন্সার f/1.17 ইঞ্চির হুয়াওয়ের সুপার স্প্রেক্ট্রাম সেন্সার আর একটি f/1,6 অ্যাপার্চার যুক্ত। আর এই ফোনে এর সঙ্গে 20 মেগাপিক্সলাএর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেকেন্ডারি অ্যাপার্চার f/2.2 য়ের সঙ্গে আর 8 মেগাপিক্সালের টেলিফটো ক্যামেরা অ্যাপার্চার f/3.4 । আর এতে আপনারা টাইম অফ ফ্লাইট (TOF) ক্যামেরা পাবেন।

Huawei P30 Pro ভেরিয়েন্টে 4200mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই Huawei P30 Pro ফোনে আপনারা ওয়ারলেস চার্জিং পাবেন। Huawei P30 Pro ভেরিয়েন্টে আপনারা IP68 ওয়াটার আর ডাস্ট সার্টিফায়েড আর এই ডিভাইসটি 40w ফাস্ট চার্জ সাপোর্ট করে।

Huawei P30 Lite

Huawei P30 Lite ফোনটির নাম থেকে বোঝা যাচ্ছে যে এই ফোনটি P30 সিরিজের লো এন্ড ডিভাইস। এই ফোনে 6.15 ইঞ্চির HD+LCD ডিসপ্লে আছে আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনের টপে একটি ওয়াটার ড্রপ নচ আছে। Huawei P30 Lite ফোনটির ব্যাকে ট্রিপেল ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনের ক্যামেরা সেটআপ 24+8+2 মেগাপিক্সালের। আর এই ফোনে একটি 32MP র AI ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

প্রসেসারের ক্ষেত্রে P30 Lite ফোনে কিরিন 710 প্রসেসার আর 4GB/6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়। এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর EMUI 9 UI আছে। আর এই ফোনটি ডাটা ট্রান্সফার আর চার্জিংয়ের জন্য USB টাইপ C পোর্ট যুক্ত। আর এই ডিভাইসে একটি 3,340mah য়ের ব্যাটারি আছে। আর এই ফোনে 18w ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit.in
Logo
Digit.in
Logo